v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-22 15:57:46    
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরার সঙ্গে থাং চিয়াসুয়ানের বৈঠক

cri
    চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়াসুয়ান ২১ ফেব্রুয়ারী রাতে টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরার সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা চীন-জাপান সম্পর্ক এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।

    থাং চিয়াসুয়ান জোর দিয়ে বলেন, চীন-জাপান সম্পর্কেরগুরুত্বপূর্ণ উন্নয়নের সুযোগ এখন সৃষ্টি হয়েছে। দু'দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন জাপান সফরের তাত্পর্য খুব বিশাল। চীন ও জাপানের উচিত ঘনিষ্ঠভাবে সহযোগিতার মাধ্যমে সফরের সফলতা সুনিশ্চিত করা।

    থাং চিয়াসুয়ান বলেন, চলিত বছর হচ্ছে চীন ও জাপানের শান্তিপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। এ বছর হচ্ছে চীন ও জাপানের তরুণ-তরুণীদের বন্ধুত্ব বিনিময় বার্ষিকী এবং পেইচিং অলিম্পিক বার্ষিকী। দু'দেশের উচিত সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত করা, সঠিকভাবে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ঘটনার মোকাবেলাসহ দু'দেশের জনগণের ভাব মূর্তিকে আরো উন্নয়ন করা।

    মাসাহিকো কোমুরা বলেন, জাপান সরকার প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জাপান সফরের উপর গুরুত্ব দেয়। তিনি আশা করেন, এবারের সফরকে একটি সুযোগ হিসেবে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করা এবং দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা গভীরতর করা হবে।

    তাঁরা অব্যাহতভাবে পূর্ব সাগর সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন, খাদ্যশস্যের নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং অভিন্ন স্বার্থের সম্পর্কিত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা চালু করার ব্যাপারে রাজী হয়েছেন। (লিলি)