২১ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত্ , তেল ও পরিবহন এবং উদ্ধার বিষয়ক জরুরি পরিচালনা কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারী রাত ১১টা পর্যন্ত চীনের দক্ষিণাঞ্চলের বিদ্যুত্ ব্যবস্থাধীন অঞ্চলগুলয় দুর্যোগের কারণে নেতিবাচক প্রভাব পড়া সকল বৈদ্যুতিক রেল পথে স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।
২০ ফেব্রুয়ারী বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশে দুর্যোগের কারণে বন্ধ হওয়া বিদ্যুত্ লাইনের ৮০ শতাংশে বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ৮৮ শতাংশ ট্রান্সফর্মার সাবস্টেশন পনরায় চালু হয়েছে।
২১ ফেব্রুয়ারী চীনের রেল পথ, সড়ক এবং বেসামরিক বিমানের চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিন সারা দেশের সবজির দাম সস্তা হয়ে গেছে এবং কিছু অঞ্চলে দাম কমে যাওয়ার মাত্রা বিপুল। পরিশোধিত খাদ্যশস্য, সবজিজাত তেল, দুধ, মাংস, ডিম এবং জলজ খাদ্যের দাম স্থিতিশীল হচ্ছে। (লিলি)
|