বৃটেন সফররত দারফুর সমস্যা বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত লিউ কুই চিন ২১ ফেব্রুয়ারী এক সংবাদ সম্মেলনে বলেন, দারফুর সমস্যায় চীন সরকার সমান সংলাপ এবং ধৈর্য সহকারে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের পক্ষপাতী।
তিনি আরো বলেন, চাপ প্রয়োগের মাধ্যমে আঞ্চলিক সংঘর্ষ সমাধানে চীন রাজী নয়। চীন সরকারের অনুসৃত মৌলিক নীতি হচ্ছে সুদানের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা।
তিনি বলেন, চীন সরকার অব্যাহতভাবে নিজের ক্ষমতা অনুযায়ী সুদান সরকারের সঙ্গে যৌথ শান্তিরক্ষী বাহিনী গঠন ও রাজনৈতিক প্রক্রিয়ায় যথাসাধ্য প্রচেষ্টা চালানোর পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আরো বেশি নমনীয়তা দেখানোর প্রস্তাব দিয়েছে। যাতে সুদানের জনগণের দুর্ভোগ যত তাড়াতাড়ি সম্ভব নিরসন করা যায়, এর ফলে এটা সুদানের উন্নয়নের জন্য অনুকূল হবে। (লিলি)
|