v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-22 15:05:05    
লাংফাংয়ে শহর ও গ্রামাঞ্চলের সমন্বিত বিকাশ

cri
 লাংফাং চীনের রাজধানী পেইচিং ও উত্তর চীনের মহানগরী থিয়ান চিয়ানের একটি নবোদিত শহর । ২০০৫ সাল থেকে এই শহর গ্রামাঞ্চলের বিকাশ ত্বরান্বিত করার ব্যাপারে বিপুল অংকের অর্থ বরাদ্দ করেছে । কৃষকদের বিশুদ্ধ পানি সরবরাহ , চিকিত্সা ও সামাজিক বীমার সুযোগ বাড়ানোর জন্য বেশ কয়েকটি কার্যকর ব্যবস্থাও নিয়েছে । ফলে শহর ও গ্রামাঞ্চলের সমন্বিত বিকাশকে ত্বরান্বিত করা হয়েছে ।

    ২০০৬ সালের বসন্ত থেকে লাংফাং শহরের আনছি জেলার তুংতেসেন গ্রামের ৯৮টি পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে । আগে গ্রামের বাড়িতে বাড়িতে নলকূপ ব্যবহার করা হতো । তারা যুগ যুগ ধরে লবণাক্ত পানি খেতেন । বর্তমানে গ্রামবাসীরা কলের পানি খাচ্ছেন । ৮১ বছর বয়স্ক বৃদ্ধ সিং চেন ইং আনন্দের সঙ্গে বলেন ,

    বিশুদ্ধ পানি খাওয়ায় গ্রামবাসীদের স্বাস্থ্যের জন্য উপকার বয়ে এনেছে । তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গ্রামে পানির ব্যবস্থাপনা বিষয়ক একটি সমিতি গঠিত হয়েছে । কলের পানি সরবরাহ এবং যন্ত্রপাতির সংরক্ষণ নিশ্চিত করার জন্য সমিতির কাছে গ্রামবাসীদের নির্দিষ্ট ফি জমা দিতে হচ্ছে । সমিতির প্রধান সিং লি থিয়ান বলেন ,

    কলের পানি সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা খাতে সরকারের অর্থ বরাদ্দ ছাড়া গ্রামবাসীরাও চল্লিশ পঞ্চাশ হাজার ইউয়ান খরচ করেছেন । সমিতির দায়িত্ব হচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে পানি ও বিদ্যুতের ফি আদায় করা , বিভিন্ন পরিবারের জন্য পাইপ ও ট্যাপ্ স্থাপনের ব্যবস্থাপনা করা , পানির পরিমাপ যন্ত্রের পরিবর্তন করা এবং পাম্প মেরামত করা ।

    লাংফাং শহরে তুংতেসেন গ্রামের মতো বহু গ্রামে বিশুদ্ধ পানির অভাব ছিল । গ্রামবাসীদের বাড়ির নলকূপ থেকে আনা অধিক ফ্লোরিনযুক্ত পানি খেতে হতো। ফলে তাদের অনেকে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হতেন । ২০০৫ সালের শেষ নাগাদ লাংফাং শহর কৃষকদের বিশুদ্ধ পানি সরবরাহের প্রতিশ্রুতি দেয় । এ ক্ষেত্রে সরকার ৭ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করেছে । এতে ২৫৬টি গ্রামের ২.১ লাখ লোকের বিশুদ্ধ পানি খাওয়ার সমস্যা সমাধান করা হয়েছে । আনছি জেলার পানি সরবরাহ ব্যবস্থাপনা ব্যুরোর প্রধান লিউ চুং সিয়াং বলেন ,

 

    বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সম্পন্ন করার জন্য এক শো দিন সময় লাগলো । প্রকল্পের প্রথম পর্যায়ে ৭৩টি গ্রামের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যার নিষ্পত্তি করা হয় । তার পর বাকী গ্রামগুলোর গ্রামবাসীদের বিশুদ্ধ পানি খাওয়ার সমস্যারও সমাধান করা হয় । গত বছরের অক্টোবর মাসে লাংফাংয়ের উত্তর উপকন্ঠে একটি কলের পানি কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছে । এই কলের পানি কেন্দ্র চালু হলে বেশ কয়েকটি গ্রাম ও আবাসিক এলাকার অধিবাসীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে । এই কলের পানি কেন্দ্রের মাধ্যমে পানির বেশির ভাগ ফ্লোরিনমুক্ত করা হবে ।

 

    কৃষকদের বিশুদ্ধ পানি সরবরাহ সমস্যা সমাধানের পাশাপাশি ২০০৫ সালের গোড়ার দিকে কৃষকদের চিকিত্সা সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা বিষয়ক একটি কার্যক্রমও চালু হয়েছে । কৃষকদের ইচ্ছানুসারে লাংফাং শহরে বেশ কিছু কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে । কৃষকরা চিকিত্সার জন্য যে ব্যয় করেন , তার বেশির ভাগ সরকার বহন করে । কৃষকরা তাকে স্বাগত জানান । তাছেন জেলার জুয়াং গ্রামের কৃষক চাং চিন হুই আবেগের সঙ্গে বলেন ,

    নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হওয়ায় কৃষকদের পক্ষে চিকিত্সা ও চিকিত্সার ব্যয় বহন করতে না পারার চিন্তা আর নেই ।

    লাংফাং শহরে বিভিন্ন পর্যায়ের বেশ কিছু হাসপাতাল গড়ে তোলা হয়েছে । গরীব রোগীদের জন্য চিকিত্সা ফি মওকুফের ব্যবস্থাও করা হচ্ছে । যেহেতু বিভিন্ন গ্রাম ও থানায় নানা রকম ক্লিনিক গড়ে উঠেছে , সেহেতু রোগীদের সাধারণ রোগের দ্রুত চিকিত্সা পাওয়া যাচ্ছে । ক্রনিক ও নানা রকম কঠিন রোগ জেলা শহরের বড় হাসপাতালে চিকিত্সা করানো সম্ভব । সানহো শহরের ছুছাও গ্রামের কৃষক লি ইয়ান হোং বলেন ,

    তিনি থাইরয়েড ক্যান্সার রোগে আক্রান্ত হলেন । অস্ত্রোপচারের জন্য তার ৩ হাজার ইউয়ান ব্যয় লেগেছে । গ্রামীণ সহযোগিতা চিকিত্সা সুযোগের কারণে সরকার তার ১ হাজার ইউয়ানের খরচ বহন করেছে । এখন সাধারণ মানুষের চিকিত্সার কোনো চিন্তা নেই । তিনি খুব খুশি ।

 

    এর পাশাপাশি লাংফাং শহরের বিভিন্ন থানা ও গ্রামে ক্লিনিক নির্মাণের কাজও জোরদার হয়েছে । এ ক্ষেত্রে সরকার ৬ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করেছে । ফলে এই শহরে মোট ৩৮টি থানা ক্লিনিক সংস্কার ও নতুনভাবে গড়ে তোলা হয়েছে এবং ১৮০টি গ্রাম্য ক্লিনিক সংস্কার করা হয়েছে । এর সঙ্গে সঙ্গে বিভিন্ন থানা ক্লিনিকের পরিসেবা ও চিকিত্সার ক্ষমতাও আরো উন্নত হয়েছে । লাংফাং শহরের স্বাস্থ্য ব্যুরোর প্রধান কাও ইয়্যু বলেন ,

    ২০০৭ সালের জুন মাস পর্যন্ত লাংফাং শহরের ৮০ শতাংশ কৃষক নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সার সুযোগ পেয়েছেন । এ ব্যবস্থা অনুযায়ী , কৃষক বিশেষ করে গ্রামাঞ্চলের গরীব মানুষদের সর্বাধিকার দেয়া হয়েছে ।

    লাংফাং শহরের মেয়র ওয়াং আই মিন শহরবাসীদের জীবনযাপনের মান বাড়ানোর বিষয় বলতে গিয়ে বলেন , সরকার নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার স্থাপনের ওপর ব্যাপক গুরুত্ব দেয় । এতে সাধারণ মানুষের সত্যিকার উপকার পাওয়া যাবে ।

    নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা গড়ে তোলায় কৃষকদের বিশেষ এক ধরনের নিশ্চয়তা দেয়া হয়েছে । এ ছাড়াও কৃষকদের ছেলে ও মেয়েদের লেখাপড়া এবং বিশুদ্ধ পানি সরবরাহও নিশ্চিত করা হয়েছে ।

    (থান ইয়াও খাং)