v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-22 13:33:27    
চাওয়া পাওয়া ( ২ ডিসেম্বর )

cri
 প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আপনারা আপনাদের পছন্দের চারটি গান শুনতে পারবেন। আসলে এর মধ্যে দুটি গান আমি আগের অনুষ্ঠানে শুনিয়েছিলাম। কিন্তু অনেক শ্রোতাবন্ধু এসব গান বাজানোর জন্য আবারও অনুরোধ জানিয়েছেন। তাই আমি আবারও গানগুলো শোনাচ্ছি। আচ্ছা, আসুন, আমার সঙ্গে সুন্দর সুন্দর গান শুনবেন।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার ইয়থ হবি ডেভেলপমেন্ট সোসাইটির পারভীন সুলতানা আমাদের অনুষ্ঠানে বেবী নাজনীনের গাওয়া "কাল সারা রাত ছিল স্বপ্নের রাত" গানটি শুনতে চেয়েছেন। আমার মনে হয়, গানটি আমি আগেও শুনিয়েছিলাম। কিন্তু সুন্দর গান হাজার হাজার বার শুনলেও যেন তৃপ্তি মেটেনা। তাই না? আচ্ছা, আজ আবার শুনি আমরা।

    বাংলাদেশের শেরপুর জেলার যোগানিয়া(বাউল পাড়া)গ্রামের কিংবদন্তী ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের পিংকি রাণী পাল, অমিত কিশোর পাল, সুব্রত কিশোর পাল, সুষম কিশোর পাল এবং অন্তর কিশোর পাল আমাদের অনুষ্ঠানে এস.ডি.রুবেলের কন্ঠে "পাখিদের নীড়ে ফেরা গোধুরী বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায়" গানটি শুনতে চেয়েছেন। দুঃখিত, বন্ধুরা, গানটি আমার হাতে নেই। তাই আমি এস.ডি.রুবেলের কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "আমি তোমার সোনালী"।

    কি ভাল লেগেছে তো?

    বাংলাদেশের নওগাঁ জেলার মো: ফিরোজ আহমেদ আমাদের অনুষ্ঠানে সালমার কন্ঠে "আমি চাইলাম যারে" গানটি শুনতে চেয়েছেন। হ্যাঁ, বন্ধু, গানটি আমি আগেও শুনিয়েছিলাম। আজ আমি আপনার জন্য আবারও শোনাচ্ছি। চলুন, সবাই একসঙ্গে গানটি শুনি।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার রঘুনাথপুর গ্রামের মো: মকছুদুর রহমান এবং মোছা: মনোয়ারা বেগম আমাদের অনুষ্ঠানে মনির খাঁনের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে "মন তুই দর্জি বাড়ি চল" নামের মনির খাঁনের কন্ঠে গানটি। আশা করি, সবাই পছন্দ করবেন।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। গানে গানে আবার কথা হবে পরের আসরে। (লিলি)