v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-22 13:08:20    
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এস.আর.নাথান

cri

    এস.আর.নাথান ১৯২৪ সালের ৩ জুলাই সিঙ্গাপুরের একটি হিন্দী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি সিঙ্গাপুরের মায়লেশিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগ থেকে স্নাকত। তিনি ১৯৫৫ সালে বেসামরিক সেবা বিভাগে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সাল থেকে তিনি ধারাবাহিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব, প্রধান সহকারী সচিব ও ভাইস স্থায়ী সচিবের দায়িত্ব পালন করেন। নাথান ১৯৭১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহীন স্থায়ী সচিব নির্বাচিত হন। এরপর তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম স্থায়ী সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি দি স্ট্রাইটস টাইমস পত্রিকার গ্রুপের নির্বাহীন চেয়ারম্যান ও অন্য কয়েকটি কোম্পানির মহাপরিচালনার দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি মায়লেশিয়ায় সিঙ্গাপুরের উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ১৯৯০ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে সিঙ্গাপুরের রাষ্ট্র দূতের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড্রাম্যমান দূত ও নানইয়াং টেকনোলোগিকাল ইউনিভার্সিটির প্রতিরক্ষা ও কৌশল গবেষণা একাডেমির পরিচালকের পদে নিযুক্ত হন।

    নাথান ১৯৯৯ সালের ১৮ আগষ্ট মাসে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১ সেপ্টেম্বর মাসে তিনি শপথ গ্রহণ করেন। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি পুনরায় নির্বাচিত হন।

    ২০০১ সালের সেপ্টেম্বর মাসে নাথান চীন সফর করেন।

    ছাই ইউয়ে