আন্ডার ফোঘ রাস্মুসেন ১৯৫৩ সালের ২৬ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি ডেমার্কের আর্হুস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টারের ডিগ্রী অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। ১৯৮৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি লাইবারাল পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ থেকে ১৯৯২ সালে তিনি কর মন্ত্রী ছিলেন। ১৯৯০ সালের ডিসেম্বর থেকে ১৯৯২ সালের জানুয়ারী পর্যন্ত তিনি অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি লাইবারাল পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি লাইবারাল পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালের নভেম্বর মাসে তিনি ডেমার্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে রাস্মুসেন নেতৃত্বাধীন যৌথ ক্ষমতাসীন লাইবারাল পার্টি ও রক্ষণশীল পিপলস পার্টি ডানপন্থি সোশিল ডেমোক্রেডিক পার্টিকে জয়ী করে।
রাস্মুসেনের তিনজন ছেলে ও মেয়ে রয়েছে।
২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে তিনি চীন সফর করেন।
ছাই ইউয়ে
|