v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-21 21:18:58    
চীনকে ভালবাসে একজন জার্মান

cri

    তিনি একজন জার্মান, কিন্তু তিনি চীনে স্থায়ীভাবে বসবাসের অধিকার পেয়েছেন। তিনি চীনা ভাষা পড়তে পারেন না, কিন্তু তাঁর চীনা কর্মচারীদের মনে তিনি একজন চীনা মানুষ। তিনি হলেন হাংচৌ সিমেনস হাই ভোল্ডেজ সার্কিট ব্রেকার কোম্পানির চীফ এক্সিকিউটিভ লুত্জ ক্র্যাফ্ট।

    ক্র্যাফ্টের কোম্পানি পূর্ব চীনের হাংচৌ শহরের অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে বহু বিদেশী শিল্প-প্রতিষ্ঠান রয়েছে। ক্র্যাফ্টের কর্মচারীরা সাংবাদিকদেরকে জানিয়েছেন, ক্র্যাফ্টের কাজ প্রতি দিন অনেক থাকে। কিন্তু ক্র্যাফ্ট কিছুই মনে করেন না। তিনি বলেন, ১২ বছরের চীনে থাকা জন্য তিনি কখনো অক্ষেপ করেন না। তিনি আরো বলেন, '১৯৯৫ সালের প্রথম দিকে, সিমেনস চীনে একটি হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানি নির্মাণের সিদ্ধান্ত নেয়। আমরা পেইচিং ও সিআনসহ অনেক জায়গা ঘুরে দেখেছি। তখন শীতকাল ছিল। আমরা অনুভব করি, এ সব স্হানে অনেক অসুবিধা হবে । কিন্তু আমরা হাংচৌতে আসার সময় বসন্তকাল ছিল। সেজন্য আমরা হাংচৌতে কারখানা নির্মাণের সিদ্ধান্ত নেই।'

    এ বছর ক্র্যাফ্ট ও তাঁর অন্য কয়েকজন কর্মচারী ৯০ লাখ মার্কিন ডলার নিয়ে বসন্ত উত্সবের সময় হাংচৌ আসেন। তাঁরা চীনে 'পৃথিবীর স্বর্গ' বলে পরিচিত হাংচৌকে ভাল বাসেন। সর্বশেষে সিমেস কোম্পানি হাংচৌতে হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানি নির্মাণ করে।

    ১৯৯৫ সালের শেষ দিকে ক্র্যাফ্ট চেচিয়াং প্রদেশের বিদ্যুত্ শক্তি পণ্য কোম্পানির প্রতিনিধি সং চুশেংয়ের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। ক্র্যাফ্ট স্মৃতি থেকে বলেন, 'তখন শুধু আমি আর সং চুশেং দুই জন ছিলাম । আমাদের আকার অনেক ছোট ছিল । আমাদের উচিত কারখানা নির্মাণ করা, এরপর চীনের বিভিন্ন স্থানে আমাদের পণ্যদ্রব্য বিক্রি করা । আমাদের আকার ধীরে ধীরে উন্নত হয়েছে। ১৯৯৬ সালের শেষ দিকে আমাদের কোম্পানিতে প্রায় ৫০জন কর্মচারী ছিল । এ ৫০ জনের ৪০জন এখনো এ কোম্পানিতে কাজ করেন।'

    এখন পর্যন্ত ক্র্যাফ্টের এ কোম্পানিতে ৫৬০ জন কর্মচারী রয়েছে। ক্র্যাফ্টের অফিসে এক প্রদর্শনী ফলকে বহু পুরানে কর্মচারীর ছবি রয়েছে। তিনি বলেন, এটি হল তাঁর মূল্যবান স্মারক। প্রত্যেকের নাম এখনো তাঁর মনে আছে। তিনি বলেন, 'যদি আমরা কোনো কর্মচারীদের সঙ্গে ১০ বছরেরও বেশি সময় সহযোগিতা করি, তাহলে তাঁরা আমাদের ঘনিষ্ঠ বন্ধুতে পরিনত হবেন। আমরা সবসময় একসাথে আলোচনা করি। যাতে কোম্পানিটির দ্রুত উন্নয়ন করা যায়।'

     ক্র্যাফ্টয়ের হাংচৌতে সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানি নির্মাণের সিদ্ধান্ত সঠিক। কয়েক মাসের মধ্যে হাংচৌ সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানি উন্নয়নের গতি কল্পনার চেয়ে অনেক দ্রুত। বর্তমানে ক্র্যাফ্টের কোম্পানি চীনের এ ক্ষেত্রের আলোকিত শিল্প-প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এ সাফল্য লাভের প্রধান কারণ সম্পর্কে ক্র্যাফ্ট বলেন, 'চীনের বাজারের সুপ্ত শক্তিতে ভরপুর। আমাদের পণ্যদ্রব্য হল চীনের বাজারের প্রযোজনীয় জিনিস। আমরা চীনের ঐতিহ্যিক পরিচালনার পদ্ধতি জার্মানীর প্রযুক্তি সুবিধার সঙ্গে সংযুক্ত করতে পারি। এ ক্ষেত্রে আমারা সাফল্য লাভ করি। এছাড়াও, হাংচৌ হল চীনের সবচেয়ে সুন্দর ও সুবিধাজনক জায়গা।'

    কিন্তু ক্র্যাফ্টের কর্মচারীদের চোখে তিনি হলেন কোম্পানিটির সাফল্য লাভের একটি গুরুত্বপূর্ণ কারণ। সুয়ান কেলুন হল হাংচৌ সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানির একজন পুরানো কর্মচারী। তিনি বলেন, এ কোম্পানিতে কাজ করতে পেরে তার খুব ভালো লাগছে । কারণ ক্র্যাফ্ট তাঁকে স্বাধীনতা দিয়েছেন । তিনি নিজের ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, 'ক্র্যাফ্টের নবায়ন ও উদ্ভাবনের ধারণা রয়েছে। আমাদের কোম্পানি উন্নয়নের একটি গুরুত্বপূর্ন কারণ হল তাঁর এ ধারণা। এখন প্রতি বছরে আমাদের কোম্পানির উন্নয়নের গতিকে অনেক দ্রুত করেছ ।'

    কোম্পানিটির পণ্য পরিবহন বিষয়ক কর্মকর্তা মাদাম ছেন মিং বলেন, ক্র্যাফ্ট বাজার সম্পর্কে অনেক জানেন। এটি হল হাংচৌ সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানি সাফল্য লাভের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি বলেন, 'একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ক্র্যাফ্ট বাজার সম্পর্কে অনেক জানেন। তিনি ভবিষ্যতে কোম্পানি উন্নয়নের দিক সম্পর্কেও অনেক জানেন। আমার কাছে তিনি একজন উত্কৃষ্ট পরিচালক।'

    ছে মিং বলেন, সব কর্মচারীদের কাছে হাংচৌ সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানিটি একটি পরিবার।

    আসলে প্রথমে হাংচৌ আসার সময় তিনি অনেক একা ছিলেন। কারণ তিনি অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের একমাত্র জার্মান ছিলেন। এখন তাঁর আর একা লাগে না। তিনি বলেন, তাঁরা শুধু এ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলে একটি জার্মান ফটবল দল সংগঠন করতে পারেন। হাংচৌ সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানিতে সবসময় চীন-জার্মানী ফটবল প্রতিযোগিতা আয়োজিত হয়।

    তিনি সাংবাদিতদের কাছে জানান, তাঁর স্ত্রীও তাঁর সঙ্গে হাংচৌতে অনেক বছর আছেন। তাঁর স্ত্রীও হাংচৌকে ভালবাসেন। তিনি বলেন, 'সাধারনত আমি সিমেনসের সঙ্গে ৩ ও ৫ বছরের চুক্তি স্বাক্ষর করি। কয়েক বছরের মধ্যেই জার্মানীতে ফিরে যেতে চাই। কিন্তু আমার স্ত্রী বলেন, যদি আমি যেতে চাই, তাহলে আমি যেন একা জার্মানীতে ফিরে যাই, সে আমার সঙ্গে যাবে না। সে হাংচৌতে আরো ১০ বছরে থাকবে। সেজন্য আমরা একসঙ্গে হাংচৌতে থাকার সিদ্ধান্ত নিয়েছি।'

    ২০০১ সালে চীনের জাতীয় বিদেশী বিশেষজ্ঞ বিষয়ক ব্যুরো ক্র্যাফ্টকে 'আন্তর্জাতিক মৈত্রী পুরস্কার' প্রদান করে। তিন বছরের পর হাংচৌ শহরের সরকার তাঁকে 'হাংচৌ শহরের অনারাবী নাগরিকের' মর্যাদা প্রদান করে। গত বছরে হাংচৌতে ১০ বছর স্হায়ীভাবে থাকার অধিকার পেয়েছেন।

    ক্র্যাফ্ট বলেন, যদিও তিনি জার্মানীতে আরো ভালো সুযোগ পেতে পারতেন, তবুও তিনি আশা করেন আগামী ১০ বছরে অব্যাহতভাবে দ্রুত উন্নয়নের চীনের সুন্দর হাংচৌতে থাকবেন। তিনি আশা করেন, তিনি অব্যাহতভাবে হাংচৌ সিমেনস হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, 'আমি এখন আর তরুণ নাই। আমি আশা করি, আমার প্রতিটি কাজ তাত্পর্যপূর্ণ, সুগভীর ও প্রভাবশালী। আমি বড় অফিসের চেয়ে এ ধরণের কাজকেই পছন্দ করি ।' (মুক্তা)