বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্রান্ড২০ ফেব্রুয়ারী বলেন , বৃটেন-চীন সম্পর্ক ইতিহাসের সবচেয়ে উত্তমসময়ে অবস্থান করছে । চীন বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একটি দেশ । চীনের সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাত্কারে মিলিব্যান্ডবলেন , চীনের পরিবর্তন এবং চীনের সামাজিক অগ্রগতি বৃটিশ জনগণের মনে গভীর রেখাপাত করেছে । বৃটেন দুদেশের মধ্যে যোগাযোগের একটি সেতু স্থাপনেরচেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, কী ভাবে পরস্পরের কাছ থেকে শেখা হয় এবং যৌথভাবে বিশ্বায়ণের ফলে সৃষ্ট অর্থনীতি , নিরাপত্তা ও পরিবেশ ক্ষেত্রের চ্যালেঞ্জের মোকাবিলা করা তাঁর আসন্ন চীন সফরের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন , পেইচিং সাফল্যের সঙ্গে গ্রীস্মকালীন অলিম্পিক গেমস আয়োজনকরবে বলে তিনি আশাবাদী । তিনি বলেন , পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ অত্যন্ত সফল হয়েছে । পেইচিং অলিম্পিক গেমস একটি সফল গেমস হবে বলেও বৃটেন প্রতিক্ষায় আছে । তিনি বলেন, প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনবৃটিশ জনগণের পক্ষ থেকে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ।
উল্লেখ, মিলিব্যান্ড২৩ ফেব্রুয়ারী চীন সফরের উদ্দেশ্যে রওয়ানা হবেন ।-- চুং শাওলি
|