 চীনের মহাশূন্য প্রযুক্তি ৪০ বছর ধরে উন্নয়নের পর এখন ব্যাপকভাবে জাতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ , জাতীয় ভুমি সম্পদের জরীপ ও টেলিযোগাযোগ ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে । ২০ ফেব্রুয়ারী চীনের মহাশূন্য প্রযুক্তি গবেষণা একাডেমী প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে এক সম্মেলন থেকে এ খবর জানা গেছে ।
চীনের মহাশূন্য প্রযুক্তি গবেষণা একাডেমীর মহাপরিচালক ইয়াং বাও হুয়া বলেন, এ পর্যন্ত চীনের মহাশূন্য প্রযুক্তি গবেষণা একাডেমী ডজন খানেক উপগ্রহের ওপর গবেষণা ও উত্ক্ষেপন করেছে । এ ক্ষেত্রসাফল্যের হার ৯০ শতাংশ । প্রাকৃতিক সম্পদ উপগ্রহ, টেলিযোগাযোগ ও রেডিও উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ এবং বিজ্ঞান অনুসন্ধান ও প্রযুক্তি পরীক্ষা উপগ্রহসহ ধারাবাহিক উপগ্রহও নির্মিত হয়েছে ।
তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারী মাসে চীনের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত বৃষ্টি ও অত্যধিক তুষারপাত হওয়ার পর চীনের প্রাকৃতিক সম্পদ উপগ্রহ ব্যবহার কেন্দ্র চীন-ব্রাজিল-০২বি উপগ্রহের মাধ্যমে দুর্গত এলাকার ছবি পেয়েছে এবং যথা সময়েই তুষারপাতের তথ্য জাতীয় দুর্যোগ প্রতিরোধ কেন্দ্রে সরবরাহ করেছে । তা দুর্যোগ প্রতিরোধ ও পুনরুদ্ধারের সিদ্ধান্তের জন্য তথ্য যোগার করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|