চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা , বিদ্যুত , তেল ও পরিবহন এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিরোধ সংক্রান্ত জরুরীভিত্তিক পরিচালনা কেন্দ্র বুধবার জানিয়েছে , স্মরণকালের তুষারপাত ও অত্যধিক বৃষ্টিপাতের কারণে দক্ষিণ চীনের ক্ষতিগ্রস্ত ৯০টি জেলার বিদ্যুত সরবরাহ ব্যবস্থা এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে আসছে । দুর্গত এলাকাগুলোর বিদ্যুত সরবরাহ ধাপে ধাপে আগের মানের কাছাকাছি হয়েছে ।
বুধবার সারা দেশে রেল , সড়ক ও বিমান চলাচল স্বাভাবিক ছিল । বিদ্যুত উত্পাদনের কাজে ব্যবহৃত কয়লা পরিবহন এখনো উচ্চতর পর্যায়ে রয়েছে । দুর্গত এলাকার বাজারে মাংস ও শাকসব্জির দাম কমে আসছে ।
জানা গেছে , ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত সারা দেশে ত্রাণ ও পুনর্বাসন বাবদ মোট ৭৬ বিলিয়নেরও বেশি ইউয়ান সমমূল্যের ঋণ দেয়া হয়েছে ।
বর্তমানে দক্ষিণ চীনের হুনান , কুই চৌ , হুপেই ও চিয়াং সি প্রদেশের দুর্গত এলাকায় পুনর্বাসনের কাজ পুরোদ্যমে চলছে । পাশাপাশি ইউয়ুননান প্রদেশে বৃষ্টি ও তুষারপাত এখনো বন্ধ হয় নি এবং বিপর্যয় এক তীব্র আকার ধারণ করেছে ।
|