আগামী মার্চ থেকে চীনে জাতীয় পর্যায়ে আসবাবপত্র , খেলনা , কাপড়চোপড় , মোটর গাড়ির যন্ত্রাংশ , রাসায়নিক তন্তুজাত পণ্য , সাজসজ্জার উপকরণ ও পরিচ্ছন্নকরণ পণ্যসহ দশটি ধরণের পণ্যের ওপর নতুন এক দফা গুণগত মানের নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান চালানো হবে ।
বুধবার অনুষ্ঠিত জাতীয় গণগত মান তত্ত্বাবধান বিভাগের এক টিভি ও টেলিফোন সম্মেলন সূত্র জানায় , প্রথম পর্যায়ে এ দশটি ধরণের পণ্যের প্রথম সারির পাঁচ রকম পণ্যের ওপর প্রধানত গুণগত মানের নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান চালানো হবে । এ পর্যায়ের অভিযান মার্চ থেকে শুরু হয়ে আগামী অক্টোবর পর্যন্ত চলবে । দ্বিতীয় পর্যায়ের অভিযান অক্টোবর থেকে শুরু হয়ে আগামী বছরের গোড়ার দিকে শেষ হবে । জানা গেছে , অক্টোবরের শেষ নাগাদ প্রথম পর্যায়ের প্রধান প্রধান পণ্য তৈরিকারী শিল্প কারখানাগুলোকে ১০০ শতাংশ গুণগত মান সংক্রান্ত পুথিপত্র গড়ে তুলতে হবে । পাশাপাশি প্রথম পর্যায়ের পণ্য উত্পাদনকারী রফতানি শিল্প কারখানাগুলোকে ১০০ শতাংশ " পণ্যের গুণগত মানের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতিপত্র" স্বাক্ষর করতে হবে ।
|