 ২০ ফেব্রুয়ারী ইউরোপীয় ইউনিয়ন কমিটির চেয়ারম্যান জোস মানুয়েল বারোসো এবং বৈদেশিক বিষয়ক সদস্য বেনিতা ফেরেরো ওয়াল্ডনার পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
বারোসো বলেছেন, এবারের নির্বাচনের ফলে হয়ে উঠেছে যে, পাকিস্তানের জনগণ গণতন্ত্রকামী এবং চরমপন্থীবাদ বিরোধী । এটা পাকিস্তানের গণতান্ত্রিক শক্তিকে মাধ্যমে দেশের জোরদার ত্বরান্বিত করা এবং আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার রুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে । তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের সরকার, পার্লামেন্ট ,রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সহযোগিতা করে দেশে গণতন্ত্র, আইনী শাসন এবং অর্থনীতি ও সুসমাজ বিনির্মাণে সাহায্য করবে ।
ওয়াল্ডনার বলেন, পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন নিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও নির্বাচনের প্রক্রিয়া পুর্বপরিকল্পনার চেয়েও সুষ্ঠু ছিল । ইইউ'র নির্বাচন পর্যবেক্ষক দলের কাজের তিনি প্রশংসা করেন এবং আশা করেন, এবারের নির্বাচনের ফলাফল পাকিস্তান গণতন্ত্র কায়েমের জন্য সহায়ক হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|