v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-21 15:50:08    
জলবায়ুর পরিবর্তন হচ্ছে বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ

cri
     জি-৮ যোগ পাঁচ আইন প্রণয়নকারী জলবায়ুর পরিবর্তন সমস্যা বিষয় পঞ্চম ফোরাম ২০ ফেব্রুয়ারী ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় শুরু হয়েছে। ফোরামে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধিরা মনে করেন, সঠিকভাবে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করা উচিত।

    গোষ্ঠী-৮ এবং পাঁচটি উন্নয়নশীল দেশ, অর্থাত্ চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার এক শতাধিক পার্লামেন্ট সদস্য এবারের ফোরামে অংশ নিয়েছেন। চীনের প্রতিনিধিদলের নেতা ছাও বোছুন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীন নিজের বাস্তবতা অনুযায়ী জলবায়ুর পরিবর্তন মোকাবেলার ক্ষমতা বাড়ানোর যথাসাথ্য প্রচেষ্টা চালাচ্ছে। জলবায়ু মোকাবেলার ক্ষেত্রে চীনের পদক্ষেপ হচ্ছে দৃঢ় এবং স্থায়ী। তিনি আরো বলেন,

    জলবায়ুর পরিবর্তন মোকাবেলার সমস্যায় বর্তমান বা ভাবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামোর চুক্তি এবং কিওটো প্রটোকোলে নির্ধারিত কাঠামো ও নীতি অনুসরণ করা।

    চীনের বিদ্যুত্ কোম্পানির নির্মাণ সমস্যা সম্পর্কে ছাও বোছুন তাঁর ভাষণের পর একটি ভিডিও দেখিয়েছেন। ভিডিওতে ছোট আকারের পল্লী বিদ্যুত্ উত্পাদন কারখানা বন্ধ করার ক্ষেত্রে চীনের প্রচেষ্টার দিকটি দেখানো হয়। ভিডিও দেখার পর ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে মনে করেন, বিষাক্ত গ্রীনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীন সত্যিই অনেক প্রচেষ্টা চালিয়েছে। জলবায়ুর সমস্যা বিষয়ক ঘানার পার্লামেন্ট সদস্য জোসেফ বয়াহেন আইদো প্রশংসা করে বলেন

    চীনের প্রতিনিধি দলের দেখানো বিষয় থেকে দেখা গেছে, চীন ছোট আকারের পল্লী বিদ্যুত্ উত্পাদন কারখানা বন্ধ করার মাধ্যমে জলবায়ুর পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে অবদান রেখেছে। কারণ এসব বিদ্যুত্ কারখানা প্রচুর জীবাশ্ম জ্বালানীসম্পদ ব্যবহার করেছে।

    জলবায়ুর পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বহুজাতিক বিশেষ কমিটি, অর্থাত্ আই পি সি সি'সম্প্রতি প্রকাশিত এক পর্যালোচনা রিপোর্টে বলা হয়, বর্তমান বিশ্বের জলবায়ুর পরিবর্তন দু'শরও বেশি বছর ধরে মানবজাতির শিল্প উন্নয়নের প্রক্রিয়ায় জীবাশ্ম জ্বালানী সম্পদ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। এই মন্তব্য জলবায়ুর পরিবর্তনের দিকটিকে স্পষ্ট করে দিয়েছে। ব্রাজিলের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সামুয়েল গুইমারাস তাঁর ভাষণে বলেন,

    ঐতিহাসিক কারণে উন্নত দেশগুলো প্রচুর বিষাক্ত গ্রীনহাউস গ্যাস নির্গমন করে। এখন উন্নয়নশীল দেশগুলো নির্গমন কমানোর প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু অবস্থা খুব খারাপ।

    জলবায়ুর পরিবর্তন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন দায়িত্ব। বিষাক্ত গ্রীনহাউস গ্যাস নির্গমন ক্ষেত্রে উন্নত দেশগুলোর মূখ্য ভূমিকা পালন করা উচিত। গোষ্ঠী-৮ শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রীর দেয়া এক ভিডিও ভাষণে বলেন, জাপান নিজের বিষাক্ত গ্রীহাউস গ্যাস নির্গমন কমানো এবং উন্নয়নশীল দেশগুলোকে সুপরিবেশযুক্ত প্রযুক্তির উন্নতি করাসহ বিভিন্ন উপায়ে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করবে এবং নির্গমন কমানোর জন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার যোগাবে।

    ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে মনে করেন, উন্নয়নশীল দেশগুলোর উচিত সম্মিলিতভাবে বিশ্বের এই সমস্যা মোকাবেলা করা। আলেক্স হচ্ছে ব্রাজিলের একটি টিভি কেন্দ্রের একজন সংবাদদাতা। তিনি চীনের প্রতিনিধি দলের মতামতের সঙ্গে একমত। তিনি বলেন, আমি মনে করি, কার্বন ডাইঅক্সাইড নির্গমনের মানদন্ড শুধু উন্নত দেশগুলো উদ্যোগে নির্ধারণ করা হয় এবং উন্নয়নশীল দেশগুলোর নির্গমনের ফলাফল গ্রহণ করে। তা খুবই অসামাঞ্জস্য। এ পর্যন্ত বিষাক্ত গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী প্রধান দেশ হচ্ছে উন্নত দেশগুলো।

    বিশ্বের আবহাওয়ার উষ্ণায়ন সম্পর্কে পশ্চিমা দেশগুলো বিষাক্ত গ্রীনহাউস গ্যাসের নির্গমনের মোট পরিমাণের উপর জোর দিয়েছে। তবে তারা মাথাপিছু নির্গমনের নিট পরিমাণ সম্পর্কে কিছু বলেনি।

    ভারতের প্রতিনিধি দলের মতামত এই যে, জলবায়ুর পরিবর্তন কোন একটি দেশ ও সরকারের দায়িত্ব। তাই নয়। তা হচ্ছে বিশ্বের সকল দেশের সম্মুখীন সমস্যা। উন্নয়নশীল দেশগুলোর উচিত উন্নয়নের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্রীনহাউস গ্যাসের নিয়ন্ত্রণ করা। উন্নয়নশীল দেশগুলোর এই লক্ষ্যমাত্রা বাস্তায়নের জন্যে উন্নত দেশগুলোর সাহায্য করার দায়িত্ব রয়েছে। যাতে মানবজাতির জীবনযাত্রার পরিবেশের উন্নয়ন করা সম্ভব হয়। (লিলি)