ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উর্ধতন সহকারী ও আলোচনা দলের আন্যতম সদস্য ইয়াসের আবেদ রাব্বো২০ ফেব্রুয়ারী ঘোষণা করেন , ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠক ব্যর্থ হলে ফিলিস্তিন এককভাবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার কথা বিবেচনা করবে । তার এই ঘোষণা ফিলিস্তিনের আলোচনাদলের দায়িত্বশীল সদস্য আহমেদ কুরেইয়া ও আলোচনার শীর্ষ প্রতিনিধি সায়েব এরেকাতের সমালোচনার সম্মুখীন হয়েছে ।
আহমেদ কুরেইয়া বলেন , এই প্রস্তাব কখনো নেতৃবৃন্দেরকাছে দাখিল করা হয়নি । তিনি সমালোচনা করে বলেন , রাব্বোর সিদ্ধান্ত নেয়ার আগে যথেচ্ছভাবে বক্তব্য রাখা উচিত নয় । এরেকাত যে কোনো পক্ষের এককভাবে স্বাধীনতা ঘোষণার বিরোধী। তিনি উল্লেখ করেন , ১৯৮৮ সালেই ফিলিস্তিন মুক্তি সংস্থা স্বাধীনতার ঘোষণা দিয়েছে ।এখন ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিনের দরকার সত্যিকারের স্বাধীনতা , কোনো বিবৃতি নয় ।--চুং শাওলি
|