 ১৯ ফেব্রুয়ারী সার্বিয়া অব্যাহতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে কসোভোর একতরফা স্বাধীনতা ঘোষণার বিরোধীতা করা এবং দেশের জনগণকে সহিংস প্রতিবাদী তত্পরতায় লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছে । এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় পৃথক পৃথকভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ।
সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিক ১৯ ফেব্রুয়ারী বলেন , শান্তি ও যুক্তিযুক্ত আচরণ সার্বিয়ার কসোভোকে রক্ষা করার প্রচেষ্টার জন্য সহায়ক হবে । তিনি জনগণকে কোনো হিংসাত্মক তত্পরতা না চালানোর আহ্বানও জানিয়েছেন ।
সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী ভুক জেরেমিক এ দিন ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার স্থায়ী নির্বাহী পরিষদের বিশেষ অধিবেশনে এক ভাষণে জোর দিয়ে বলেছেন , কসোভোর স্বাধীনতা ঘোষণার আচরণ অবৈধ । কসোভো চিরদিনই সার্বিয়ার একটি অংশ ।
একইদিন , ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি হ্যাভিয়ের সোলানা কসোভো সফর করেছেন । কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজডিউ'র সঙ্গে বৈঠকশেষে তিনি বলেন , কসোভোয় বেসামরিক দল পাঠানোর মধ্য দিয়ে ইইউ কসোভোয় নিজের ভূমিকা পালন করবে এবং নিজ অঞ্চলের দেশগুলোর ইউরোপের একীকরণ প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য প্রচেষ্টা চালাবে ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯ ফেব্রুয়ারী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে , যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরোভ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডলিত্সা রাইসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । ফোনে রাশিয়া স্বাধীন কসোভোকে স্বীকৃতি না দেয়া সংক্রান্ত তার অবস্থানের কথা আরেক বার ঘোষণা করেছে এবং বলেছে , কসোভো সরকারের এ সিদ্ধান্ত বিপদ ডেকে আনবে । আন্তর্জাতিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার ভিত্তি এতে খুব সম্ভবত ধ্বংস হবে ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককর্ম্যাক একই দিন বলেছেন , কসোভো একতরফা স্বাধীনতা ঘোষণার পর যদিও সার্বিয়া যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে , তবে সার্বিয়ায় মার্কিন রাষ্ট্রদূত বেলগ্রেডেই থেকে যাবেন । (শুয়েই ফেই ফেই)
|