২০ ফেব্রুয়ারী চীনের বাণিজ্য মন্ত্রণালয়েরএকজন কর্মকর্তা বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের ১৯৮৫ সালের আর্থ-বাণিজ্যিক চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলতি বছর শুরু হবে ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের ই.ইউ কার্যালয়ের পরিচালক ইউ ইউয়ান থাং পেইচিংয়ে অনুষ্ঠিত 'ইইউ-চীন বাণিজ্যের টেকসই প্রভাব শীর্ষ এক পর্যালোচনামূলক সেমিনারে বলেন , ২০০৭ সালে চীন ও ইউরোপীয় ইউনিয়ন 'চীন -ইউরোপ অংশীদারি সহযোগিতা চুক্তি'র কাজ শুরু করেছে এবং ১৯৮৫ সালে চীন-ইইউ আর্থ- বাণিজ্যিক চুক্তি বিষয়ক আলোচনা সম্পূর্ণ করেছে । এ দুটি চুক্তি সম্পর্কিত আলোচনা দ্বিপাক্ষিক আর্থ- বাণিজ্যিক সহযোগিতার টেকসই বৃদ্ধির ক্ষেত্রে আইনগত ভিত্তি স্থাপন করবে । চলতি বছরের আলোচনায় পুঁজি বিনিয়োগও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ।
২০০৭ সালে চীন ও ইউরোপীয় ইউনিয়ন অংশীদারি ভিত্তিক সহযোগিতামূলক আলোচনা শুরু করেছে । এ চুক্তিতে রাজনৈতিক ক্ষেত্রের সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয়ই অন্তর্ভুক্ত রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|