 চীনের চাঁদ অনুসন্ধানের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পর্যালোচনার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে । এখন প্রযুক্তিগত দিক থেকে জোরালোভাবে কাজ চালানো হচ্ছে । চীনের বিজ্ঞান একাডেমীর একাডেমিক সদস্য , ছাং ও এক উপগ্রহের মুখ্য ডিজাইনার ইয়ে পেই চিয়ান সম্প্রতি দ্বিতীয় চীন মহাকাশ প্রযুক্তি ফোরামে জানিয়েছেন , চীনের চাঁদ অনুসন্ধানের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ২০১৩ সালের মধ্যে শেষ হবে এবংসুক্ষ্মভাবে চন্দ্রপৃষ্ঠ পর্যবেক্ষণের লক্ষ্যে চীন অবতরণকারী পর্যবেক্ষণ যন্ত্র ও ভ্রমণ পর্যবেক্ষণ যন্ত্র উত্ক্ষেপন করবে ।
ইয়ে পেই চিয়ান বলেন , ছাং ও এক উপগ্রহের একটি বিকল্প উপগ্রহ রয়েছে । এখন এ বিকল্প উপগ্রহের সংস্কার কাজ চলছে । যাতে এর গতিপথ আরো যুক্তিযুক্ত হয় এবং কার্যকর বাহন ক্ষমতা আরো বাড়তে পারে ।
চীনের চাঁদ অনুসন্ধানের তৃতীয় পর্যায়ের প্রকল্পের মৌলিক কাঠামোও উত্থাপন করা হয়েছে । চীনের সংশ্লিষ্ট বিভাগ মংগলগ্রহ ও কিছু ছোট উপগ্রহ অনুসন্ধানের গবেষণাও চালিয়ে যাচ্ছে ।
|