ওপেকের তেল উত্পাদন কমানোর আগাম বার্তাসহ নানা কারণে গত মংগলবার নিউইয়র্কের পণ্য বিনিময় কেন্দ্রে তেলের মূল্য আবারো এক শ' মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।
মংগলবার এ কেন্দ্রে হাল্কা তেলের দাম ব্যারেল প্রতি আগের দিনের চেয়ে বিরাট মাত্রায় ৪.৫১ মার্কিন ডলার বেড়ে ১০০.০১ মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এটি ছিল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ।
বিশ্লেষকদের মতে ওপেক খুব সম্ভবত তার তেল উত্পাদন কমিয়ে আনবে বলে যে খবর প্রকাশিত হয়েছে , তার কারণে আন্তর্জাতিক তেলের দাম দ্রুত বেড়েছে । পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেকসাস অংগরাজ্যের একটি তেল শোধনাগারে সংঘটিত বিস্ফোরণ , মার্কিন ডলারের মন্দাভাব , নাইজেরিয়ার বিশৃংখল পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ভেনিজু্য়েলার মধ্যে বিদ্যমান উত্তেজনাময় সম্পর্কও মংগলবার তেলের দাম বাড়ার গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে ।
|