|
|
(GMT+08:00)
2008-02-20 17:43:39
|
পরিবেশ সংরক্ষণে তিব্বতের উদ্যোগ
cri
প্রাকৃতিক পরিবেশের সভ্যতা নির্মান এবং তিব্বত মালভূমির বিশুদ্ধ পানি ও নীল আকাশ রক্ষা করা তিব্বতের ভবিষ্যত পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় । সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহা পরিচালক জেন ইয়ং জে এ কথা বলেছেন । " বিশ্বের ছাদ " বলে সুবিদিত ছিংহাই-তিব্বত মালভূমি বিশ্বের একটি বৈশিষ্ট্যময় জায়গা । এই মালভূমির প্রধান অঙ্গ হিসেবে তিব্বত তার বৈশিষ্ট্যময় প্রাকৃতিক কৌশলগত অবস্থান নিয়ে পরিবেশ সংরক্ষণেচীন ও এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতায় পরিণত হয়েছে । জেন ইয়ং জে ব্যাখ্যা করে বলেন, চীন দেশ দীর্ঘকাল ধরে তিব্বতের পরিবেশ সংরক্ষণ কাজের দিকে গুরুত্ব দিয়ে আসছে । বতর্মানে যে গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণ প্রকল্প শুরু হচ্ছে তাতে ১০ বিলিয়ান ইউয়ানেরও বেশী রেন মিন পি বরাদ্দ করা হবে বলে অনুমান করা হচ্ছে । এ প্রকল্পে রয়েছে , ২০০৬ সাল থেকে ২০৩০ সাল পযর্ন্ত প্রাকৃতিক ঘাস , প্রাণী সংরক্ষণ, বালি ও জমির সংস্কার , ভুতত্ত্ব দুর্যোগের প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশের পর্যবেক্ষণ সহ ১০টিরও বেশী প্রকল্প । (চিয়াং)
|
|
|