|
|
(GMT+08:00)
2008-02-20 17:11:02
|
|
পেইচিং অলিম্পিক গেমসের ভেন্যু পেইচিং শহরের সাধারণ পরিকল্পনা অনুযায়ী নির্মান করা হয়েছে
cri
পেইচিং শহরের নির্মান কমিশনের উপ মহা পরিচালক জেন চিয়া মিন ১৯ ফেব্রুয়ারী দেশী-বিদেশী প্রচার মাধ্যমগুলোকে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের ভেন্যু পেইচিং শহরের সাধারণ পরিকল্পনা অনুযায়ী নির্মান করা হয়েছে এবং এখনও চলছে । তিনি তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। প্রথমতঃ পুরোপুরি বতর্মান সম্পদকে কাজে লাগিয়ে জমি সাশ্রয় করে যতটুক সম্ভব কম অধিবাসীদের স্থানান্তর করা ; দ্বিতীয়তঃ যতটুকু সম্ভব কম লোক বসাসব করে এমন এলাকা ও উপকন্ঠে অলিম্পিক গেমসের ভেন্যু নির্মান করা ; তৃতীয়তঃ অলিম্পিক গেমসের ভেন্যু নির্মানের পাশাপাশি পুরনো শহরের চেহারা ও পুরার্কীতি সংরক্ষণ করা । জানা গেছে, পেইচিংএ অলিম্পিক গেমসের ৩১টি ভেন্যুর মধ্যে ১২টি স্থায়ী ভেন্যু যার মধ্যে ৪টি রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে । তিনি আরও বলেন, বতর্মানে পেইচিং অলিম্পিক গেমসের ভেন্যুগুলোর নির্মান কাজ প্রায়শেষ হওয়ার পথে । ভেন্যুগুলো নির্মান করতে প্রায় ১৫ হাজার পরিবারকে অন্যান্য জায়গায় স্থানান্তর করে সঠিকভাবে পুর্নবাসন করা হয়েছে। (চিয়াং)
|
|
|