ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৯ ফেব্রুয়ারী রাতে জেরুজালেমে বৈঠক করেছেন। বৈঠকে দু'পক্ষ ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি আলোচনার প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা জেরুজালেম বিরোধ নিয়ে কোনো আলোচনা করেন নি।
চলতি বছরে এটি ছিল ওলমার্ট ও আব্বাসের তৃতীয় বৈঠক। ওলমার্ট আব্বাসকে বলেন, ইসরাইল গাজা অঞ্চলে মানবিক সংকট এড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালাবে। কিন্তু ইসরাইল গাজা সীমান্তে তল্লাসি চৌকি পুনরায় চালু করতে অস্বীকৃতি জানিয়েছে। বৈঠকে দুই নেতা জেরুজালেম সমস্যা নিয়ে আলোচনা কখন করবেন সে সম্পর্কে কিছু বলেন নি।
ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সালাম ফায়াজ ১৯ ফেব্রুয়ারী বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনা যেভাবে ধীর গতিতে চলছে তাতে এ বছরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অসম্ভব।
একই দিন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী জিপি লিভনি জেরুজালেমে একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি আলোচনা ইসরাইলের রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে জড়িত। ইসরাইলের সুযোগ নষ্ট করা উচিত না। ইসরাইল বাধ্য বাধকতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|