.jpg)
ফিডেল ক্যাষ্ট্রো
কিউবার নেতা ফিডেল ক্যাষ্ট্রো দেশের শীর্ষে আর থাকবেন না বলে ঘোষণা দেওয়ার পর ২০ ফেব্রুয়ারী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ক্যাষ্ট্রোর আশু আরোগ্য কামনা করে বলেছেন, চীন ও কিউবার বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহতভাবে সুসংবদ্ধ ও উন্নয়ন করবে।
জানা গেছে, ১৯ ফেব্রুয়ারী কিউবার সরকারি মুখপত্র 'গ্র্যানমায়' প্রকাশিত এক বিবৃতিতে কিউবার নেতা ক্যাষ্ট্রো রাষ্ট্রীয় কাউনসিলের চেয়ারম্যান ও বিপ্লবী সশস্ত্র বাহিনীর প্রধানের পদে আর না থাকার কথা ঘোষণা করেন।
সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেন, চেয়ারম্যান ফিডেল ক্যাষ্ট্রো হচ্ছেন কিউবার জনগণের গভীর শ্রদ্ধা ভাজন বিপ্লবী নেতা এবং চীনা জনগণের পুরোনো বন্ধু। চীন তাঁর আশু রোগমুক্তি কামনা করে। চীন ও কিউবা বন্ধুপ্রতীম দেশ। চীন কিউবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের অব্যাহতভাবে সুসংবদ্ধ ও উন্নয়ন করে যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|