কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রো ১৯ ফেব্রুয়ারী জানিয়েছেন, তিনি রাষ্ট্রীয় কমিটির চেয়ারম্যান ও সেনাবাহিনীর সেনাপতির পদে আর থাকতে চান না । কিউবার কমিউনিষ্ট পাটির দৈনিক গ্রানমা পত্রিকার ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এক চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, কিছু দিন আগে জাতীয় গণ প্রশাসনের কংগ্রেসে তিনি প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন । এর জন্য তিনি ধন্যবাদ জানান ।
তিনি বলেন, শরীরিক কারনে ২০০৬ সালের ৩১ জুলাই থেকে তিনি সাময়িকভাবে রাষ্ট্রীয় কমিটির চেয়ারম্যান পদ প্রথম ভাইস চেয়ারম্যান রাওল ক্যাস্ট্রোর কাছে হস্তান্তর করেছেন । তিনি কিউবার জনগণের সঙ্গে থাকবেন । এখন তাঁর একমাত্র আক্ষাংকা হলো সৈন্যের মতো লড়াই করা ।
উল্লেখ্য, অস্ত্রোপচারের পর এখন ফিডেল ক্যাস্ট্রো সেরে উঠছেন ।
|