পাকিস্তান টেলিভিশন কেন্দ্রের ১৯ ফেব্রুয়ারীর খবরে প্রকাশ, ভোট গণনার প্রাথমিক ফলাফল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পালার্মেন্ট নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
খবরে আরো বলা হয়েছে, দুই তৃতীয়াংশ ভোট গণনা অনুযায়ী, পিপলস পার্টি পালার্মেন্টের ৭৭টি আসন পেয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগ(শরীফপন্থী) ৬২টি আসন পেয়েছে এবং প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমর্থক মুসলিম লীগ(কায়দেআজমপন্থী) ৩৪টি আসন পেয়েছে।
১৮ ফেব্রুয়ারী মুশাররফ বলেছেন, পালার্মেন্ট নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলেরই সরকার গঠনের ক্ষমতা পাওয়া উচিত। তিনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট অর্জনকারী রাজনৈতিক দলকে সমর্থন করবেন। তিনি বলেন, ভবিষ্যতের কোন প্রধানমন্ত্রী বা যে রাজনৈতিক দলই সরকার গঠনের ক্ষমতা পাক না কেন তিনি তার সঙ্গে সুষমভাবে কাজ করবেন।
উল্লেখ্য যে, পাকিস্তানের পালার্মেন্ট নির্বাচন ৮ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির ভূট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর হামলায় নিহত হন। এ কারণে ২ জানুয়ারী পাকিস্তানের নির্বাচন কমিশন পালার্মেন্ট নির্বাচন পিছিয়ে ১৮ ফেব্রুয়ারী আয়োজনের ঘোষণা করে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|