চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৯ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চীন সরকারের দারফুর সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত লিউ কুই চিন দু'দেশের আমন্ত্রণে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত বৃটেন এবং ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারী সুদান সফর করবেন।
সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময়ে লিউ চিয়ান ছাও বলেন, চীন মনে করে, চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় সুদানের দারফুর সমস্যায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও সুদান সরকার এই তিন পক্ষের উচিত আলোচনা ব্যবস্থার প্রধান ভূমিকা অব্যাহত রাখা। পারষ্পরিক সংলাপ ও আলোচনার মাধ্যমে দারফুর সমস্যা নিষ্পত্তি করলে পরিস্থিতির আরো অবনতি এড়ানো সম্ভব হবে। চাপ সৃষ্টির পদ্ধতি প্রয়োগ করা ঠিক হবে না।
লিউ চিয়ান ছাও বলেন, চীন মনে করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দারফুরের রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিতের পদক্ষেপ বাস্তবভাবে দ্রুত করা, যাতে যত তাড়াতাড়ি সম্ভব দারফুরের বিরোধী দলকে সংশ্লিষ্ট রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|