v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-19 18:35:44    
জানুয়ারী মাসে চীনের দ্রব্যমূল্যের সূচক বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি

cri
    ১৯ ফেব্রুয়ারী চীনের পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী জানুয়ারী মাসে নাগরিকদের ভোক্তা মূল্য সূচক ছিল ৭.১ শতাংশ । এটা ১৯৯৭ সালের পর একটি নতুন মাসিক রেকর্ড সৃষ্টি করেছে । চীনের অর্থনীতিবিদরা বলেন , ২০০৭ সালের পর দেখা দেয়া দ্রব্যমূল্যের বৃদ্ধি , আন্তর্জাতিক ক্ষেত্রেদ্রব্যমুল্যের বৃদ্ধি , বসন্ত উত্সবকালে ভোক্তা মূল্যের বৃদ্ধি এবং নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যায়ক্রমেপণ্যদ্রব্যের সরবরাহে অভাব হওয়াসহ নানা উপাদান জানুয়ারী মাসে চীনের দ্রব্য মূল্যের অতিবৃদ্ধির প্রধান কারণ । তারা সরকারের কাছে আরও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছেন । যাতে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ প্রশমনকরা যায় ।

    ২০০৭ সালের দ্বিতীয়ার্ধের পর খাদ্য ও আবাসন ব্যয় বৃদ্ধির প্রভাবে চীনের দ্রব্যমূল্য অপেক্ষাকৃত দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতার সৃষ্টি হয় । সারা বছরে ভোক্তামূল্য সূচক ৪.৮ শতাংশ বেড়ে যায় । এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বড় আকারের পণ্যদ্রব্যের বিনিময়মূল্যও দ্রুত বেড়ে যায় । এটা চীনের দ্রব্য মূল্যের ওপরও বিরাট প্রভাব বিস্তার করেছে । চীনা গণ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও সিকিউরিটিস গবেষণা কেন্দ্রের প্রফেসর চাও সিজুন বলেন , জানুয়ারী মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী খাদ্যজাত দ্রব্যমূল্য বৃদ্ধি ১৮ শতাংশ ছাড়িয়েছে । এথেকে প্রমাণিত হয় যে, চীনের দ্রব্যমূল্য বৃদ্ধির আসল কারণ হল উপযুক্ত উপাদানগুলোর প্রভাব । তিনি বলেন, গত বছর কিছু কাঁচা মাল ও খাদ্যদ্রব্যেরমূল্যবৃদ্ধির ফলে এ বছর দ্রব্যমূল্যের অতিবৃদ্ধি হয়েছে । এছাড়া গত বছর আন্তর্জাতিক বাজারে বড় আকারে দ্রব্যমূল্য, খাদ্যশস্য , খনিজপদার্থ ও তেলের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে । এর মধ্যে অনেক পণ্যই চীনকে আমদানি করতে হয় ।

    চীনের অর্থনীতিবিদরা উল্লেখ করেন , অন্যান্য মাসের তুলনায় জানুয়ারী মাসে --চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের প্রাক্কালে নাগরিকদের ব্যয় অনেক বেশি হয় । এটাও দ্রব্যমূল্য বৃদ্ধির একটি কারণ । জানুয়ারী মাসে চীনের বেশির ভাগ প্রদেশে প্রবল বৃষ্টি , তুষারপাত ও বিরূপ আবহাওয়া দেখা দেয়ায় কৃষি উত্পাদনের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে । পণ্যদ্রব্য পরিবহন অচলাবস্থায় পড়েছে । এটা জানুয়ারী মাসে দ্রব্যমূল্য দ্রুত বৃদ্ধি হওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ । চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনীতিবিদ ইউয়ান কাংমিন বলেন , অতি বৃষ্টি , তুষারপাত ও বিরূপ আবহাওয়া দ্রব্যমূল্য বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ কারণ । জানুয়ারী মাসে হিমবাহজনিত আবহাওয়া এমন আকস্মিক ঘটনা না ঘটালে দ্রব্যমূল্য গত ডিসেম্বর মাসের চেয়ে কম হতে পারতো। কারণ গত নভেম্বর মাসে ভোক্তা মূল্য সূচক ৬.৯ শতাংশ বৃদ্ধি পায় । কিন্তু নানা ব্যবস্থা নেয়ার পর ডিসেম্বর মাসে তা ৬.৫ শতাংশে নামে । কেউ কেউ মনে করেন , চীনের গণ ব্যাংকের উচিত সুদের হার বা আমানতের রিজার্ভের হার বাড়ানোর মাধ্যমে অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি এড়ানো ।এর প্রতি চীনা গণ বিশ্ববিদ্যালয়েরঅর্থ ও সিকিউরিটিস গবেষণা কেন্দ্রের প্রফেসর চাও সিজুন সম্মতি জানিয়েছেন । তিনি বলেন , আমি মনে করি , রেনমিনপির বুনিয়াদী সুদের হারে পুনর্বিন্যাসের অবকাশ আছে । এখন আমরা মুদ্রাস্ফীতির চাপ জনিত অর্থনীতির সম্মুখীন । মুদ্রা নীতিকে এই চাপ থেকে উত্তরণের জন্য সেবা করতে হবে ।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনীতিবিদ ইউয়ান কাংমিন মনে করেন , কঠিন মুদ্রা নীতি কার্যকরী করার সাথেসাথে চীন সরকারকে পৃথকপৃথকভাবে বিনিয়োগ প্রকল্প ব্যবহার করতে হবে । খাদ্যশস্যের উত্পাদন ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ক্ষেত্রের কাজ জোরদার করতে হবে । উত্পাদন পুনরুদ্ধার করার চেষ্টা চালাতে হবে । পণ্যদ্রব্যের সরবরাহ বাড়াতে হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সৃষ্ট চাপ প্রশমনকরতে হবে । তিনি বলেন ,আমাদের নীতির উচিত নানা দিক থেকে উত্পাদন বৃদ্ধি নিশ্চিত করা । দ্রব্যমূল্য বৃদ্ধির অর্থ হল অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি একথা সহজে মনে করা উচিত নয় । প্রফেসর ইউয়ান অনুমান করেন যে , চীন সরকার অব্যাহতভাবে তার সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সামর্থ্য বজায় রাখবে । দ্রব্যমূল্য মার্চ মাস থেকে কমতে শুরু করবে । ২০০৮ সালে দ্রব্যমূল্য ৬-৭ শতাংশের মধ্যে বজায় থাকবে । অর্থনীতির মোট পরিমান অনুরূপ সময়ের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পাবে । --চুং শাওলি