১৯ ফেব্রুয়ারী চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে , বসন্ত উত্সব ও স্মরণকালের তুষারপাতের প্রভাবে গত জানুয়ারী মাসে চীনের ভোক্তা মূল্যসূচক গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৭.১ শতাংশ বেশি । এটি ছিল ১৯৯৭ সালের পর সর্বোচ্চ মাসিক রেকর্ড ।
পরিসংখ্যান থেকে আরো জানা গেছে , শহরের তুলনায় গ্রামের ভোক্তা মূল্যসূচক বেশি বেড়েছে ।
চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনীতিবিদ ইউয়ান কাং মিং বলেন , জানুয়ারী মাস ঠিক চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের প্রাক্কালে পড়েছিল । এ সময় অন্যান্য মাসের তুলনায় বাসিন্দারা বেশি কেনাকাটা করেছেন । পাশাপাশি জানুয়ারী মাস থেকে দক্ষিণ চীনের বেশ কয়েকটি প্রদেশে প্রবল তুষারপাত ও অত্যোধিক বৃষ্টিপাতের বিপর্যয় দেখা দেয়ায় কৃষি উত্পাদন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পণ্য পরিবহনও ব্যহত হয়েছে । তাছাড়া ২০০৭ সালে খাদ্যশস্যের দাম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পাইকারী পণ্যের দাম বাড়ার কারণেও জানুয়ারী মাসে চীনের ভোক্তা মল্যসূচক দ্রুত বেড়েছে ।
|