১৯ ফেব্রুয়ারী পিপলস ডেইলির এক খবরে জানা গেছে , চীন সরকার বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে দক্ষ কর্মীসহ , সুষ্ঠুভাবে বস্তু ও আর্থিক পুঁজি সমন্বয় করে যত দ্রুত সম্ভব দুর্গত এলাকার অবকাঠামো পুনরুদ্ধার করা , শিল্প ও কৃষি উত্পাদন পুনরায় শুরু করা ,দুর্গত অঞ্চলের জনগণের জীবনযাপন উন্নত করা এবং উত্পাদন ও জীনবযাপনের স্বাভাবিক শৃঙ্খলতা বজায় রাখার নির্দেশ দিয়েছে । যাতে অতিরিক্ত বৃষ্টি ও অত্যধিক তুষারপাতের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠা যায় ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত ও তেল সরবরাহ এবং দুর্যোগ প্রতিরোধ পরিচালনা কেন্দ্র আগামী পর্যায়ের কাজের নির্দেশ দিয়েছে । তা হবে অবকাঠামোর মেরামত দ্রুত করা, কৃষির উত্পাদন শুরু করা, কয়লা, বিদ্যুত্ ও তেল সরবরাহের নিশ্চয়তা জোরদার করা, দুর্গত এলাকার জনগণের জীবনযাপন নিশ্চিত করা এবং দুর্গোকালীণ সৃষ্ট দুর্ঘটনা প্রতিরোধ করা ।
জানা গেছে, বর্তমানে চীনের রেলপথ, সড়ক ও বিমান চলাচল স্বাভাবিক । দক্ষিণাঞ্চলেদুর্যোগের কারণে বিদ্যুত্ সরবরাহ বিছিন্ন হওয়া ৯৪ শতাংশ শিল্প প্রতিষ্ঠান ও ৯০ শতাংশ অধিবাসীদের জন্যে বিদ্যুত সরবরাহ এখন পুনরায় শুরু হয়েছে । দুর্গত এলাকার মাংস, ডিম ও শাক সবজির দাম কমেছে , খাদ্য ও তেলের দামে স্থিতিশীলতা বজায় রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|