গত কয়েক বছরে চীন সরকার সমষ্টিগত নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে বলে জাতীয় অর্থনীতির সুষ্ঠু ও দ্রুত উন্নতি হচ্ছে ।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সিয়ে ফু চান সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাত্কারে বলেছেন , গত পাঁচ বছরে চীনের জাতীয় অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নতি হয়েছে এবং গড় বার্ষিক প্রবৃদ্ধি হার ১০.৬ শতাংশে দাঁড়িয়েছে । ফলে অর্থনীতির বিরাট মাত্রার ওঠানামা এড়ানো সম্ভব হয়েছে । এ সাফল্য সরকারের নেয়া অর্থ , কর , শুল্ক ও সুদের মত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার সংগে ওতপ্রোতভাবে জড়িত । সিয়ে ফু চান মনে করেন , বর্তমানে চীনের অর্থনীতি কিছু কিছু সমস্যারও মুখে রয়েছে । যেমন অথনৈতিক প্রবৃদ্ধি দ্রুত থেকে অতিরিক্ত দ্রুত হওয়ার ঝুঁকি বিদ্যমান রয়েছে , দাম বাড়ার চাপ বেড়েই চলেছে , অর্থনৈতিক বিকাশের পদ্ধতি এখনো স্থুল পর্যায়ে রয়েছে এবং অর্থনৈতিক কাঠামোও অসম্পূর্ণ রয়েছে ।
|