১৮ ফেব্রুয়ারী বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রীটে অবস্থিত প্রধানমন্ত্রী ভবনে চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলার থাং চিয়া স্যুয়ানের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
থাং চিয়া স্যুয়ান বলেন, চীন ও বৃটেনের সহযোগিতা জোরদার করা দু'পক্ষের দীর্ঘকালীন ও মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য সহায়ক । জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী ব্রাউনের চীন সফর ছিল দু'দেশের সম্পর্কের নতুন উন্নয়নের যুগে প্রবেশের প্রতীক । চীন বৃটেনের সঙ্গে দু'দেশের নেতাদের স্বাক্ষরিত বিভিন্ন মতৈক্য বাস্তবায়ন করা এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারি সম্পর্কের অব্যাহত উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চেষ্টা চালাতে আগ্রহী ।
গর্ডন ব্রাউন বলেন, দু'দেশের সম্পর্ক দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে । দু'দেশের নেতাদের ঘনিষ্ঠবিনিময়, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার এবং দু'পক্ষের সহযোগিতার উদ্দেশ্য স্পষ্ট । বৃটেন চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়ন ও পরিবেশে সহযোগিতা জোরদার করতে আগ্রহী । তিনি পুনরায় ঘোষণা করেন, বৃটেন এক চীন নীতি অনুসরণ করবে এবং এ অবস্থানের পরিবর্তন হবে না ।
তিনি পেইচিং অলিম্পিক গেমস পরিদর্শন করতে চান এবং পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যের শুভ কামনা করেন ।
এদিন বৃটিশ আইনমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্ট্রাউসও লন্ডনে থাং চিয়া স্যুয়ানের সঙ্গে সাক্ষাত্ করেন । স্ট্রাউস বলেন, দারফুর সমস্যায় বৃটেন চীনের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী । বৃটেন মনে করে, দারফুর সমস্যাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে মেলানো উচিত নয় এবং পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যের জন্য শুভ কামনা করছে । থাং চিয়া স্যুয়ান বলেন, দারফুর সমস্যা হলো সুদানের অভ্যন্তরীণ ব্যাপার । চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দারফুর পরিস্থিতি উন্নয়নের জন্য অবদান রাখবে ।
(ছাও ইয়ান হুয়া)
|