১৮ ফেব্রুয়ারী ব্রিটেনের আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র লন্ডনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর থাং চিয়া স্যুয়ানের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
থাং চিয়া স্যুয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ব্রিটিশ সম্পর্কের দ্রুত উন্নতি হয়েছে। দু'দেশের মধ্যে সার্বিক ও কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সহযোগিতার ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারিত এবং দিন দিন নিবিড়তর হচ্ছে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের চীন সফরও ফলপ্রসূ ছিল। স্ট্র বলেন, ব্রিটেন সরকার চীনের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী ব্রাউনের সফর সফল এবং এর মধ্য দিয়ে দু'দেশ সহযোগিতা আরো জোরদার ও গভীর করার ব্যাপারে একমত হয়েছে।
সুদানের দারফুরের ব্যাপারে থাং চিয়া স্যুয়ান বলেন, এই সমস্যা সুদানের অভন্তরীণ বিষয়। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দার্ফুরের সুষ্ঠু উন্নয়নের জন্য অব্যাহতভাবে অবদান রেখে যাবে। স্ট্র বলেন, দারফুর সমস্যায় ব্রিটেন চীনের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক। ব্রিটেন মনে করে, দারফুর সমস্যাকে অলিম্পিক গেমসের সঙ্গে সম্পর্কিত করা উচিত নয়। তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন।
(খোং চিয়া চিয়া)
|