১৮ ফেব্রুয়ারী ইইউ'র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কসোভোর স্বাধীনতা বিষয়ে বিভিন্ন সদস্য দেশ নিজেদের অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সম্মত হওয়ার পর ফ্রান্স, ব্রিটেন, জার্মানী ও ইতালি পররাষ্ট্রমন্ত্রীরা কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে।
ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ'র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে যে বিভিন্ন সদস্য দেশকে স্বাধীন কসোভোকে স্বীকৃতি দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেওয়া হয়। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুশনার কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেন। পরে ব্রিটেন, জার্মানী ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরাও একই অবস্থান নেন।
এছাড়া সুইডেন, বেলজিয়াম ও আয়ারল্যান্ড কূটনৈতিক উপায়ে আনুষ্ঠানিকভাবে কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেবে বলে জানায়। তবে স্পেন, সাইপ্রাস, গ্রীস, স্লোভাকিয়া ও রুমানিয়ে কসোভোর একতরফা স্বাধীনতাকে স্বীকৃতি দেবে না।
(খোং চিয়া চিয়া)
|