v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-19 09:38:06    
চীনের জাতীয় থিয়েটারের আকাশের নীচে আরেক আকাশ

cri
    চীনের জাতীয় থিয়েটার একবিংশ শতাব্দীতে চীনের একটি বড় স্থাপত্য। থিয়েটার ভবনটির নির্মান কাজ শেষ করতে দীর্ঘ ছয় বছর সময় লেগেছে । তিন মাস ব্যাপী অনুষ্ঠান পরিবেশনার পরিকল্পনা নিয়ে ২২ ডিসেম্বর থেকে চীনের জাতীয় থিয়েটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ।

    চীনের জাতীয় থিয়েটার পেইচিংয়ের থিয়েন আন মেন চত্বরের পশ্চিম দিকে অবস্থিত । ২২ ডিসেম্বর সন্ধ্যায় জাতীয় থিয়েটারের গম্বুজাকৃতির ছাদে নীল রংয়ের আলোকসজ্জা ছিল চোখ ধাঁধানো , আকাশে অজস্র তারার মিট মিট । থিয়েটারের ঠিক বাইরে কৃত্রিম স্বচ্ছহ্রদের পানিতে থিয়েটারের ছায়াটা যেন বড় একটি মুক্তাদানা । তিন মাসে চীনের ও বিদেশের শিল্পীরা দশর্কদের জন্য ১৮০টি চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন । ২২, ২৩ ও ২৫ ডিসেম্বর জাতীয় থিয়েটারে তিনটি বড় ধরনের সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় । চীনের জাতীয় থিয়েটারের শিল্প উপদেষ্টা ছেন চো হুয়ান বলেন , প্রায় ৫০ বছর আগে থেকেই চীন সরকার জাতীয় থিয়েটার নির্মানের কথা চিন্তা করতে শুরু করে । চীনের জনসাধারণেরও তেমনই আকাংখা । তারা আশা করেন চীনের সংস্কৃতি ও শিল্পকলার মান দিন দিন উন্নত হবে এবং জাতীয় থিয়েটারে দেশের সবচেয়ে উঁচু মানের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে । জাতীয় থিয়েটার চালু হওয়ার পর প্রথম তিনটি সংগীতানুষ্ঠানে আমরা সেরা কন্ঠশিল্পী ও যন্ত্রসংগীতশিল্পী বেছে নিয়েছি ।

    জাতীয় থিয়েটারের উদ্বোধনী সংগীতানুষ্ঠানে চীনের চারজন বেহালা বাদক বেহারার সুর বাজিয়েছেন। তারা চারজনই বিশ্বের নামকরা ইতালির প্যাজানিনি আন্তর্জাতিক বেহালা প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন । লুই সি ছিং তাদের মধ্যে একজন । তিনি বলেন , জাতীয় থিয়েটারের উদ্বোধনী সংগীতানুষ্ঠানে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। শুধু চীনের নাগরিক নয় , বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে যারা সংগীত পছন্দ করেন এবং চীনের সংস্কৃতি ও শিল্পকলা পছন্দ করেন , তারা সবাই এ থিয়েটার চালু হওয়ায় আনন্দিত । আমি আশি করি , এতো সুন্দর থিয়েটারে পরিবেশিত এই উচ্চমানের সংগীতানুষ্ঠান দশর্কদের মনে গভীরভাবে দাগ কাটবে ।

    জাতীয় থিয়েটারের উদ্বোধনী সংগীতানুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিখ্যাত থিয়েটার শিল্পী , থিয়েটারের ডিজাইনার ও নির্মামার প্রতিনিধি , শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবসরপ্রাপ্ত সংগীত শিক্ষক ও ছাত্রছাত্রীর প্রতিনিধি এবং চীনে বিদেশী দূতাবাসের কুটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়। প্রবীণ শিক্ষক চু সুয়ে ছিং বলেন , আমি এই প্রথমবারের মতো এত সুন্দর থিয়েটারে এতো শ্রুতিমধুর সুর মূর্ছনা শুনলাম । আমি কল্পনাও করতে পারি না যে আমাদের জাতীয় থিয়েটার এতো সুন্দর । তার সৌন্দর্য আমার কল্পনাকেও হার মানিয়েছে ।

    সংস্কার অভিযান শুরু হওয়ার পর চীনের বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য অনেক বেড়েছে । সামাজিক উন্নয়ন ও নাগরিকদের মানসিক চাহিদা মেটানোর জন্যই জাতীয় থিয়েটার স্থাপন করা হয়েছে । জাতীয় থিয়েটারের নির্মান কাজ ২০০১ সালে শুরু হয় । এ প্রকল্প চীনের বিভিন্ন মহলের মানুষের দৃষ্টি আকৃষ্ট করে। ফ্রান্সের ডিজাইনার পল এন্ড্রু এ থিয়েটারের ডিজাইন করেছেন । থিয়েটারটির আকৃতি বৈশিষ্ট্যপূর্ণ এবং নির্মানের অনেক অসুবিধার মুখে পড়তে হয়েছিল । এ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা ফেন ছেন চুন বলেন , জাতীয় থিয়েটারের আকার গোল । ছাদের মোট আয়তন ২৫ হাজার ৫শ' বগর্মিটার । এতো বড় একটা ছাদ উপরে উঠানো ছিল একটি বড় সমস্যা । পেইচিংয়ের পৌর সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন , তিনি ৫৩ বছর ধরে প্রকল্পের কাজ করেছেন , কিন্তু কখনো এত বড় ছাদ উঠানোর কাজ করেন নি ।

    জাতীয় থিয়েটারের উচ্চতা ৪৭ মিটার । থিয়েটার ভবনের নিরাপত্তার জন্য ভূগর্ভের নীচে ৩৩ মিটার পর্যন্ত খনন করা হয়েছে ।

    জাতীয় থিয়েটারে গীতিনাট্য থিয়েটার ,সংগীত হল ও অপেরা থিয়েটার রয়েছে । আসন সংখ্যা পাঁচ হাজার চার শ'র বেশি । এ তিনটি থিয়েটারের মধ্যে গীতিনাট্য থিয়েটার সবচেয়ে সুন্দর । এখানে ব্যালে নৃত্যের জন্য বিশেষ ধরনের মঞ্চ তৈরী করা হয়েছে । সংগীত হলে চীনের বৃহত্তম অর্গানটি স্থাপন করা হয়েছে । অপেরা থিয়েটারের সাজসজ্জায় চীনের ঐতিহ্যিক সংস্কৃতি প্রতিফলিত হয়েছে। 

    চীনের জাতীয় থিয়েটার চালু ও অনুষ্ঠানপরিবেশনার খবর বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের দৃষ্টি আকর্ষন করেছে। স্পেনের বিখ্যাত কণ্ঠশিল্পী প্লাসিডো ডোমিংগোসহ বিভিন্ন দেশের শিল্পী ও সংস্থা অভিনন্দন বাণী পাঠিয়েছে । যুক্তরাষ্ট্র, জার্মানী , ব্রিটেন ও জাপানের টেলিভিশন কেন্দ্র ২০০৮ সালে পেইচিং নববর্ষ সংগীতানুষ্ঠান রেকর্ডিং করার আবেদন জানিয়েছে । দেশের ও বিদেশের শিল্পী দল চীনের জাতীয় থিয়েটারে অনুষ্ঠান পরিবেশনের ইচ্ছা প্রকাশ করেছে ।

    জাতীয় থিয়েটারের শিল্প উপদেষ্টা ছেন চুয়ো হুয়ান বলেন , জাতীয় থিয়েটার হলো চীনের সবচেয়ে ভালো থিয়েটার । জাতীয় থিয়েটারে দেশের সেরা অনুষ্ঠান পরিবেশনা ছাড়া বিদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং শিল্পকলা জনপ্রিয় করার দায়িত্ব নেয়া উচিত। এ জন্যজাতীয় থিয়েটার একটি পরিকল্পনা হাতে নিয়েছে । পরিকল্পনা অনুসারে প্রতি বছর শতাধিক আলোচনা সভার আয়োজন করা হবে । চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী লি লান ছিং থিয়েটারের প্রথম আলোচনা সভায় শিল্পকলা সম্পর্কে তার অনুভূতি ও অভিজ্ঞতা বণর্না করেছেন । তার ভাষণের শিরোনাম ছিল , ' সংগীত ,শিল্পকলা ও জীবন ' ।