চীনের জাতীয় খাদ্যশস্য ব্যুরোর বিজ্ঞান একাডেমির গবেষক ডিং শেং জুন বলেন, চীন হচ্ছে বিশ্বের খাদ্যশস্যের দাম স্থিতিশীল হওয়ার গুরুত্বপূর্ণ উপাদান।
সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময় ডিং শেং জুন বলেন, সম্প্রতি বিশ্বের কারো কারো মতে, চীন বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানী করায় বিশ্বের খাদ্যশস্যের দাম আকস্মিকভাবে দ্রুত বেড়েছে। এটা চীনের খাদ্যশস্যের সরবরাহ ও চাহিদার সঙ্গে পুরোপুরি অসংগতিপূর্ণ।
তিনি বলেন, এখন চীনের খাদ্যশস্যের মজুদের পরিমাণ সারা দেশের খাদ্যশস্য বার্ষিক ব্যয়ের মোট পরিমাণের ৩৫ শতাংশেরও বেশি। এটা জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার উত্থাপিত ১৭ থেকে ১৮ শতাংশ খাদ্যশস্যের নিরাপত্তা লাইনের চেয়ে অনেক বেশি। চীন সর্বদাই খাদ্যশস্যের আত্মনির্ভরশীলতার উচ্চ হার ৯৫ শতাংশের ওপর অবলম্বন করে আসছে।
ডিং শেং জুন বলেন, প্রতি বছর চীন কিছু খাদ্যশস্য আমদানি করে। ২০০৭ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত চীনের রপ্তানীকৃত খাদ্যশস্যের পরিমাণ ৯১ লাখ ৫০ হাজার টন। আমদানিকৃত খাদ্যশস্যের পরিমাণ ১৪ লাখ ৫০ হাজার টন।
তিনি বলেন, আমরা দায়িত্বের সঙ্গে বিশ্বকে জানাতে পারি যে, চীন বিশ্বের খাদ্যশাস্যের দাম দ্রুত বাড়ার কারণ নয়, বরং স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপুর্ণ উপাদান। (ইয়ু কুয়াং ইউয়ে)
|