পরিবেশ দূষণজনিত দায়-দায়িত্বের ওপর বীমা ব্যবস্থা চালু করার লক্ষ্যে চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো এবং চীনের বীমা তত্ত্বাবধান ও পরিচালনা কমিটি সম্প্রতি যৌথভাবে একটি দলিল প্রকাশ করেছে । এ দলিল অনুসারে ২০১৫ সালের মধ্যে চীনে মোটামুটি পরিবেশ দূষণজনিত দায়-দায়িত্বের ওপর বীমা ব্যবস্থা চালু হবে এবং সারা দেশে তা জনপ্রিয় করে তোলা হবে ।
জানা গেছে , এ বছর চীন সরকার বিপদজনক রাসায়নিক পণ্য উত্পাদন , মজুদকরণ , পরিবহন ও ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠান এবং তেল ও রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানে দূষণজনিত দায়-দায়িত্বের ওপর বীমা ব্যবস্থা চালু করার পরীক্ষামূলক কাজ চালাবে
|