v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-18 17:11:44    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/২/১৮

cri

    ২০০৭ সালের জুলাই মাসে পেইচিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই ইনস্টিটিউটের প্রথম উপাচার্য হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত আইনবিদ অধ্যাপক জেফ্রি এস লেহম্যান। তিনি মার্কিন কর্নেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাহলে চীনে এসে তার শিক্ষাদানের কী কারণ রয়েছে? ১৮ ফেব্রুয়ারী শিক্ষার আলো অনুষ্ঠানে লিলু আপনাদের জানাবেন সে কথাই।

    চীনের জাতীয় থিয়েটার একবিংশ শতাব্দীতে চীনের একটি বড় স্থাপত্য। থিয়েটার ভবনটির নির্মান কাজ শেষ করতে দীর্ঘ ছয় বছর সময় লেগেছে। তিন মাসব্যাপী অনুষ্ঠান পরবিবেশনার পরিকল্পনা নিয়ে ২২ ডিসেম্বর থেকে চীনের জাতীয় থিয়েটার আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছে। ১৯ ফেব্রুয়ারী সংস্কৃতির সম্ভার আসরে শুনুন এ সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন।

    নীল আকাশ, বিশাল তৃণভূমি এবং অবাধে চরে বেড়ানো গরু ছাগলকে নিয়ে গঠিত চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো নিত্যদিনকার। তবে তৃণভূমির ওপর বেশি নির্ভরশীল হওয়ায় স্থানীয় প্রাকৃতিক অবস্থান ও অধিবাসীদের জীবনযাপনে পানির অভাব এবং মাটির ক্ষয়সহ নানা ধরণের নেতিবাচক প্রভাব পড়েছে। এ সমস্যার প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে তৃণভূমি সুরক্ষায় চীন সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞরাও এ কমকান্ডে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ রেন্ডাল জোনস চীনের কানসু প্রদেশের তৃণভূমির অবিরাম উন্নয়নে অবদান রেখেছেন । ১৮ ফেব্রুয়ারী বিজ্ঞান ও জীবন অনুষ্ঠানে জোনসের কাহিনী শোনানো হবে।

    চীনের ছিংহাই-তিব্বত মালভূমিতে বসবাসকারী তিব্বতী জাতি উজ্জ্বল সংস্কৃতি ও সমৃদ্ধশালী শিল্পকলা সৃষ্টি করেছে। ছিংহাই প্রদেশের হোয়াংনান তিব্বতী জাতি স্বায়ত্তশাসিত বিভাগের থুংরেন জেলায় রেগং নামে এক ধরনের শিল্পকলা খুব প্রচলিত। রেগং শিল্পকলার বয়স ৭০০ বছরের পুরনো। তাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী চিত্রকলা ও ভাস্কর্য শিল্প বলে অভিহিত করা হয়। ছিংহাই প্রদেশের থুংরেন জেলায় বৌদ্ধ ধর্মের চিত্রকলা ও ভাস্কর্য শিল্পকে রেগং বলা হয়। ২০ ফেব্রুয়ারী ওরা অনন্য অনুষ্ঠানে থান ইয়াও খাং থুংরেন জেলার রেগং ও রেগং শিল্পী সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    লাংফাং চীনের রাজধানী পেইচিং ও উত্তর চীনের মহানগরী থিয়ান চিনের একটি নবোত্থিত শহর। ২০০৫ সাল থেকে এই শহর গ্রামাঞ্চলের বিকাশ ত্বরান্বিত করার ব্যাপারে বিপুল অংকের অর্থ বরাদ্দ করেছে। কৃষকদের বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিত্সা ও সামাজিক বীমার সুযোগ বাড়ানোর জন্য বেশ কয়েকটি কার্যকর ব্যবস্থাও নিয়েছে। ফলে শহর ও গ্রামাঞ্চলের সমন্বিত বিকাশকে ত্বরান্বিত করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী সেই গ্রাম এই জীবন আসরে শুনুন এ সম্পর্কে একটি প্রতিবেদন।

    ২০০৭ সালের সেপ্টেম্বরে সুখী প্রকল্পের প্রতিমূর্তি প্রতিনিধি হিসেবে মডেল মা ইয়েন লি বেশ কয়েকজন শিল্পী বন্ধুর সঙ্গে সুখী প্রকল্পের থীম গান গেয়েছেন। মা ইয়েন লি বলেন, এই গান শোনার পর প্রতিটি সন্তানের মনে মা-এর কথা পড়ে এবং মা-এর মনে তার সন্তানের কথা পড়ে। ২২ ফেব্রুয়ারী কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি আপনাদের মডেল মা ইয়েনলির পশ্চিম চীন যাত্রা সম্পর্কে একটি প্রতিবেদন শোনাবেন।

    সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলের বিপুল এলাকায় মারাত্মক নিম্ন তাপমাত্রার বৃষ্টি ও তুষার দুর্যোগ ঘটে। এটা জনসাধরণের উত্পাদন ও জীবন যাত্রার ওপর যথেষ্ট ঝামেলা সৃষ্টি করেছে। দুর্যোগ উদ্ধার প্রক্রিয়ায় চীনের বহু শিল্পী ইতিবাচকভাবে উদ্ধার সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ও গান করেছেন এবং চাঁদা সংগ্রহ করেছেন। তাঁরা দুর্গত অঞ্চলের নাগরিক ও উদ্ধারকারী সৈন্যদের উত্সাহ দিয়েছেন। ২৩ ফেব্রুয়ারী সুরের ভুবন অনুষ্ঠানে আমি দুর্যোগ সংক্রান্ত কিছু গান শোনাব ও শিল্পীদের পরিচয় করিয়ে দেবো।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)