বর্তমানে দক্ষিণ চীনের দুর্গত এলাকায় পুনরুদ্ধার কাজ সুশৃঙ্খলভাবে চলছে । হুনান প্রদেশে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র জল বিদ্যুত্ কেন্দ্রগুলো মেরামত করা হচ্ছে। অনুমাণ করা হচ্ছে মার্চ মাস শেষ হওয়ার আগেই স্থানীয় বিদ্যুত্ নেটওয়ার্কে বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হবে । হুনান প্রদেশের ব্যাংকগুলো এ কাজের জন্য ৭ বিলিয়ন ইউয়ানেরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে ।
বিশ্ব বিখ্যাত পর্যটন স্থান কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন শহরের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে ধারাবাহিক ব্যবস্থা নিয়ে দুর্যোগের পর পুনরুদ্ধার কাজ পুরোদমে চলছে ।
চিয়াংশি প্রদেশে ১.৫ বিলিয়ন ইউয়ান ব্যয়ে দুর্যোগ প্রতিরোধ এবং কৃষি , বন ও ফল শিল্পের উত্পাদন পুনরুদ্ধার করা হচ্ছে। সম্প্রতি ৪০০০জনেরও বেশি বিদ্যুত্ মেরামতকারী কর্মী চেচিয়াং প্রদেশে তুষারপাতে ক্ষতিগ্রস্ত বিদ্যুত্ নেটওয়ার্কের মেরামত কাজে সাহায্য করছে ।
১৭ ফেব্রুয়ারী বিকেল ৫টা পর্যন্ত চীনের রেলপথ ও সড়কপথে চলাচল ছিল স্বাভাবিক । রেল ও যোগাযোগ বিভাগ বিদ্যুত্ উত্পাদনের জন্য কয়লার পরিবহন জোরদার করছে । দুর্গত এলাকায় পণ্যদ্রব্যের সরবরাহ স্থিতিশীল পর্যায়ে রয়েছে । (ছাও ইয়ান হুয়া)
|