কসোভো'র স্বাধীনতার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। ১৮ ফেব্রুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও বলেন, চীন কসোভোর ব্যাপারে উদ্বিগ্ন।
লিউ চিয়েন ছাও বলেন, কসোভো বলকান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। চীন মনে করে সার্বিয়া ও কসোভোর মধ্যে আলোচনার মাধ্যমে দু'পক্ষের জন্য একটি গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করা এই সমস্যা সমাধানের সবচেয়ে ভাল পদ্ধতি।
তিনি আরো বলেন, কসোভোর একতরফা স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বলকান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে। এ নিয়ে চীন খুব উদ্বিগ্ন। চীন আশা করে সার্বিয়া ও কসোভো আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এর জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা উচিত। (ইয়াং ওয়েই মিং)
|