মার্কিন তথ্য মাধ্যমে প্রকাশ, সম্প্রতি মার্কিন জি.এফ.কে উপদেষ্টা কোম্পানির প্রকাশিত এক জরীপের ফলাফল অনুযায়ী, চীনা পণ্যের প্রতি মার্কিন ভোক্তাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। উল্লেখ্য যে, এই কোম্পানি বিশেষ করে বাজারের ওপর গবেষণা করে থাকে।
রিপোর্টে বলা হয়েছে, যদিও চীনের কিছু পণ্য সম্প্রতি আমদানী করে ফিরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। তবুও দশ বারো বছর আগের তুলনায় চীনের পণ্যদ্রব্যের ওপর মার্কিন ভোক্তাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। জরীপ অনুযায়ী, ২৬ শতাংশ ভোক্তা মনে করেন, চীনের পণ্যদ্রব্যের মূল্য নৈপণ্য সবচেয়ে বেশি। দশ বারো বছর আগের তুলনায় তা প্রায় তিন গুণ বেশি। পণ্যদ্রব্যের মূল্য নৈপণ্য ক্ষেত্রের তালিকায় জাপান, মেক্সিকো ও জার্মানী যুক্তরাষ্ট্র ও চীনের পরে রয়েছে।
এবারের জরীপ ২০০৭ সালের শরত্কালে চালানো হয়। এতে দুই হাজার মার্কিনীর ওপর জরীপ চালানো হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|