প্রাকৃতিক ঘাস সংরক্ষণ এবং পশুপালকদের আবাসনের লক্ষ্যে চীন-জাপান আন্তর্জাতিক সহযোগিতার একটি নিদর্শনমূলক প্রকল্প সম্পতি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং ওইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে সার্বিকভাবে শুরু হয়েছে ।
এ প্রকল্পের অধীনে প্রাকৃতিক ঘাস সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে ধাপে ধাপে নিদর্শনমূলক এলাকায় বসবাসকারী কৃষক ও পশুপালকদের উত্পাদন ও জীবনযাত্রার পদ্ধতি উন্নত করা হবে এবং জাব চাষ ও প্রক্রিয়াকরণ , গবাদিপশুর প্রজনন ও সংস্কার , পশুপালন ব্যবস্থাপনা আর রোগ নিবারণ ও প্রতিরোধের পূর্ণাংগ একটি উত্পাদন ও প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করা হবে । যাতে সিনচিয়াং অঞ্চলের পশুপালনের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা যায় । জানা গেছে , এ প্রকল্প ৫ বছর স্থায়ী হবে । এ প্রকল্পে মোট ৩ কোটি ইউয়ান বরাদ্দ করা হবে । তার মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জি আই সি এ ২ কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে ।
|