কেনিয়া সংকটের মধ্যস্থতাকারি, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আন্নান ১৫ ফেব্রুয়ারী নাইরোবিতে বলেছেন, কেনিয়া সরকার ও বিরোধী দল একটি স্বাধীন তদন্ত কমিটি প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। এই কমিটি গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচন সংক্রান্ত তদন্ত কাজের সকল দায়িত্ব নেবে।
একই দিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আন্নান বলেন, ১৪ ফেব্রুয়ারী কেনিয়া সরকার ও বিরোধী দল সাধারণ নির্বাচনের ফলাফল তদন্ত করা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে বৈঠকে ধাপে ধাপে অগ্রগতি অর্জিত হচ্ছে। কিন্তু দু'পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি এখনো স্বাক্ষরিত হয় নি।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ১৫ ফেব্রুয়ারী প্রকাশিত এক বিবৃতিতে রাজনৈতিক সংকট নিষ্পত্তি ক্ষেত্রে কেনিয়ার অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের ওপর তদন্ত চালানোর জন্য স্বাধীন সংস্থা প্রতিষ্ঠাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ধারাবাহিক মতৈক্যগুলো বর্তমান সংকট সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, এই মতৈক্য সহিংস সংঘর্ষ কমানোর জন্য সহায়ক হবে। বিবৃতিতে কেনিয়া সরকার দেশের পুনর্মিলনের কথা বিবেচনা করে প্রয়োজনীয় আপোষ মনোভাব প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে পুনরায় নিরীহ নাগরিকদের নিরাপত্তার ওপর দৃষ্টি রাখা, মানবাধিকার রক্ষা করা এবং কেনিয়ার বিভিন্ন জাতির নাগরিকদের অবস্থানগত দিক ভুলে গিয়ে পরস্পরকে সাহায্য করার কার্যক্রমের প্রশংসা করা হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|