১৫ ফেব্রুয়ারী সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিক বেলগ্রেডে জোর দিয়ে বলেছেন, সার্বিয়া কখনই কসোভোর স্বাধীনতাকে স্বীকার করবে না ।
এদিন বেলগ্রেডে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি পুনরায় ঘোষণা করেন, সার্বিয়া কসোভোর স্বাধীনতা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে যাবে । কসোভো একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলে সার্বিয়া সামরিক শক্তি আরোপ করবে না, তবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদে আবেদন করবে ।
তিনি আরও বলেন, সার্বিয়া কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না, তবে এসব দেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্কের অবশ্যই গুরুতর ক্ষতি হবে ।
সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কসতুনিকা সার্বিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত ওরাসাক শহরে জাতীয় দিবস ও সেনাবাহিনী দিবসের স্মরণীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সময় সার্বিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মকর্তাদের উদ্দেশ্যে সার্বভৌমত্ব ও ভুভাগের অখন্ডতার হুমিক সম্মুখীন হলে ঐক্যবদ্ধভাবে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ।
একইদিন কসোভোর অস্থায়ী স্বায়ত্তশাসিত সরকারের প্রধানমন্ত্রী হাশিম থাসি রাজধানী প্রিস্টিনায় বলেন, কসোভো নিজের সময়সূচী অনুযায়ী স্বাধীনতা ঘোষণা করবে ,তবে তিনি স্বাধীনতার নির্দিষ্ট তারিখ সম্পর্কে কিছুই বলেন নি । (ছাও ইয়ান হুয়া)
|