১৮ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য পাকিস্তানের সামরিক পক্ষ গোটা দেশের ভোট কেন্দ্রে নিরাপত্তাবাহিনীর প্রায় ৮১ হাজার সদস্য মোতায়েনকরেছে ।
পাকিস্তান সামরিকবাহিনীর মুখপাত্র আতাহার আব্বাসের উদ্ধৃতি দিয়ে "ডন" পত্রিকার১৬ তারিখের একটি খবরে বলা হয়েছে , গোটা পাকিস্তানের সবচেয়ে স্পর্শকাতর ৮৯২৩টি ভোট কেন্দ্রে এই সব সামরিকবাহিনীর সদস্যদের মোতায়েনকরা হয়েছে । তারা স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে নির্বাচন কালীন নিরাপত্তা ও শৃঙ্খলারক্ষা করবে । আব্বাস বলেন , নিরাপত্তাবাহিনী কোনোমতেই নির্বাচনপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না ।
সাধারণ নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাকিস্তান ধাপেধাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে । পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী নির্বাচনের দিন ভোটারদের জন্য মোট ৩৫ হাজার ৮০০ ভোট কেন্দ্র খোলা থাকবে । --চুং শাওলি
|