চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য সি চিনপিং ১৫ ফেব্রুয়ারী পেইচিংয়ে জোর দিয়ে বলেন , সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও গভীর ও পুংখানুপুংখভাবে অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী আলিম্পিক গেমসের প্রতিটি প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যেতে হবে ।
এ দিন সি চিনপিং পেইচিংয়ে জাতীয় স্টেডিয়াম ও জাতীয় সাঁতার কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বিস্তারিতভাবে অলিম্পিক প্রকল্পগুলোর নির্মাণ কাজের খোঁজখবর নিয়েছেন । তিনি বলেন , অলিম্পিক গেমসের প্রকল্পগুলোর মধ্য দিয়ে চীনের দক্ষতার গুণগত ও কলাকৌশলের মান দেখানোর একটি বড় মঞ্চ । বাস্তবতার আলোকে নির্মাণ ক্ষেত্রে বিপুল পরিমাণের নকশাকার , ব্যবস্থাপক ও সংগঠক গড়ে তোলা হয়েছে ।
পরিদর্শনকালে সি চিনপিং জোর দিয়ে বলেন , ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রতিটি প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে উন্নীত হয়েছে । সংশ্লিষ্ট বিভাগগুলোকে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে । যাতে পেইচিং অলিম্পিক গেমস একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ও উচ্চ মানের অলিম্পিক গেমসে পরিণত হয় এবং প্রতিবন্ধী অলিম্পিক গেমসও একটি অত্যন্ত সফল গেমস হয়ে উঠতে পারে ।--চুং শাওলি
|