চলতি বছরের মধ্যে উত্তরপশ্চিম চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে দু'টি আন্তর্জাতিক যাত্রী ও পণ্যদ্রব্য পরিবহন লাইন চালু হবে । একটি উরুমুচি থেকে কাজাখস্তানের কারাঘান্দা এবং আর একটি খাশ থেকে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত ।
সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের যোগাযোগ বিভাগের তথ্য থেকে জানা গেছে, চীন কাজাখস্তান ও পাকিস্তানের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের গভীর উন্নয়নের জন্য এ লাইন দুটি চালু করবে ।
আগে থেকেই চীন ও কাজাখস্তানের মধ্যে যাত্রী ও পণ্যদ্রব্য ৬৪টি এবং পাকিস্তানের সঙ্গে ৬টি পরিবহন লাইন চালু রয়েছে । গত বছরের শেষ নাগাদ সিন চিয়াং-এর প্রতিবেশি ৮টি দেশের মধ্যে ৫টি'র সঙ্গে ১০১টি আন্তর্জাতিক যাত্রী ও পণ্যদ্রব্য পরিবহন লাইন চালু করেছে । এদের মধ্যে কাজাখস্তান হলো মধ্য এশিয়ায় চীনের সঙ্গে আন্তর্জাতিক পরিবহন লাইন চালু করা অন্যতম দেশ ।
(ছাও ইয়ান হুয়া)
|