পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১৪ ফেব্রুয়ারি জানিয়েছেন, পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন নির্বাচিত সময়সূচী অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
পাকিস্তান টেলিভিশন সূত্রে জানা গেছে, একই দিন অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ সম্মেলনে মুশাররফ বলেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, তা পাকিস্তানের ভবিষ্যত উন্নয়নের সঙ্গে জড়িত। সকল দল এবারের নির্বাচনে অংশ নেওয়ায় তিনি আনন্দিত। তিনি বলেন, তিনি সবাইকে এই প্রতিশ্রুত দিতে পারেন যে, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকান্ডের পর পাকিস্তান নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়ে ২ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করে। (ইয়াং ওয়েই মিং)
|