চীন সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি ওষুধ , সামুদ্রিক বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন এবং সমুদ্রের পানির সদ্ব্যবহারসহ নতুন সমুদ্র শিল্পের বিকাশ দ্রুততর করবে । ১৫ ফেব্রুয়ারী পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় সমুদ্র ব্যুরোর একজন কর্মকর্তা এ খবর দিয়েছেন ।
এ দিন প্রকাশিত সমুদ্র ব্যুরোর একটি বিবরণীতে বলা হয় , গত বছর চীনের নতুন সমুদ্র শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে । এর মধ্যে ২০০৬ সালের তুলনায় সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী কাজে লাগিয়ে ওষুধ শিল্পের উত্পাদন মূল্য ৪০ শতাংশ এবং সামুদ্রিক বায়ু শক্তি চালিত বিদ্যুতের তৈরির উত্পাদন মূল্য ২০ শতাংশ বেশি ।
তিনি বলেন , ভবিষ্যতে নতুন সমুদ্র শিল্পের বিকাশের ব্যাপারে চীনের উচিত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা বিশেষ করে বিদেশ থেকে সামুদ্রিক বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন সরঞ্জাম ও সমুদ্রের পানির সদ্ব্যবহার বিষয়ক প্রযুক্তি আমদানি করা । (থান ইয়াও খাং)
|