দক্ষিণ চীনের ভয়াবহ বৃষ্টি ও তুষার দুর্যোগের জন্য চীনের মূল অর্থনৈতিক নীতি পরিবর্তিত হবে না । ১৫ ফেব্রুয়ারী পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের দুর্যোগ প্রতিরোধ ও জরুরী ত্রাণ কাজ ব্যবস্থাপনা কার্যালয়ের একজন মুখপাত্র এ কথা বলেছেন ।
তিনি বলেন , গত বছরের শেষ নাগাদ চীন এ বছরের মূল অর্থনৈতিক নীতি নির্ধারণ করেছে । এই মূল নীতি অনুযায়ী , অর্থনীতির অধিক দ্রুত বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি রোধ করা হবে । চীনের এই নীতির পরিবর্তন হবে না ।
তিনি বলেন , এবারকার বৃষ্টি ও তুষার দুর্যোগ চীনের দুর্গত এলাকাগুলোর ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে । কিন্তু তা চীনের সামগ্রিক আর্থ-সামাজিক বিকাশের জন্য বেশি প্রভাব ফেলবে না । যদিও দুর্যোগের কারণে পণ্য মূল্য কিছুটা বেড়েছে , কিন্তু উত্পাদন পুনরুদ্ধার এবং পণ্য সরবরাহের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্য মূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে । (থান ইয়াও খাং)
|