v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-15 19:02:40    
চীনের নিন সিয়া হুই জাতির স্বায়তশাসিত অঞ্চলের মুসলিম খাবার তৈরী শিল্প দ্রুত বিকশিত হচ্ছে

cri
    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , সারা বিশ্বে মোট মুসলমানের সংখ্যা এক শ' ৩০ কোটির মত । চীনে মুসলমানের সংখ্যা দু'কোটির মত । চীনের মুসলমানরা প্রধানতঃ উত্তর-পশ্চিমাঞ্চলের নিন সিয়া ও ছিনহাই প্রদেশে বসবাস করেন । সাম্প্রতিক বছরগুলোতে নিন সিয়া হুই স্বায়ত্বশাসিত অঞ্চলের তৈরী মুসলিম খাবার শুধু দেশের বিভিন্ন স্থানেই বিক্রি হয় নি , বরং আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে ।

    নিন সিয়া হুই জাতির স্বায়ত্বশাসিত অঞ্চলের ইংছুয়ান শহরের তেসেন মুসলিম খাবার শিল্প অঞ্চল হল গোটা অঞ্চলে এই খাবার তৈরীর প্রধান ঘাঁটি বলা যায় । এ শিল্প অঞ্চলে মোট ২২টি মুসলমান খাবার তৈরী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তাদের তৈরী খাবারের মধ্যে রয়েছে গো মাংস ও খাসির মাংসজাত পণ্য , দুগ্ধজাত পণ্য ও নানা ধরনের কেক । গত বছর তেসেন মুসলিম খাবার শিল্প অঞ্চলের মোট উত্পাদন মূল্য ৪০ কোটি ইউয়ান ছিল , এটা ২০০৬ সালের চেয়ে ৩৫ শতাংশ বেশি । এ শিল্প অঞ্চলের প্রযুক্তিবিদ মা সিন মনে করেন , খাবারের গুনগত মান উন্নত করাই তেসিয়েন শিল্প অঞ্চলের তৈরী মুসলিম খাবার দেশবিদেশের মুসলমানদের মধ্যে আরো জনপ্রিয় করে তোলার চাবিকাঠি। তিনি বলেন , মুসলমানদের খাবার তৈরীর সময় ইসলামী রীতিনীতি কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে । আমাদের শিল্প অঞ্চলে খাবার তৈরী করার প্রক্রিয়ায় মুসলিম রীতিনীতি কড়াকড়িভাবে অনুসরণ করার অনেক ব্যবস্থা রয়েছে । আমাদের তৈরী খাসির মাংস থেকে তৈরি খাবার শুধু মুসলমানরা পছন্দ করেন নি , অন্যান্য জাতির অধিবাসীরাও পছন্দ করেন । চীনের একটি মাত্র হুই জাতির স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে নিন সিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের মুসলিম খাবার ও মুসলমানদের ব্যবহার্য সরঞ্জাম শিল্প উন্নয়নের অনুকূল অবস্থা রয়েছে । জানা গেছে , বর্তমানে গোটা স্বায়ত্বশাসিত অঞ্চলে মোট ৫৪০টি মুসলিম খাবার তৈরীর কারখানা রয়েছে। এ সব কারখানার তৈরী খাবারের ধরণ প্রায় এক শ'র মতো। ২০০৭ সালে গোটা নিনসিয়া অঞ্চলে মুসলমানদের খাবার ও ব্যবহার্য পণ্যের মোট বিক্রয় মূল্য ছিল ৮ বিলিয়ন ইউয়ান , এর মধ্যে মুসলিম খাবার থেকে পাওয়া আয় ৫ বিলিয়ন ইউয়ান ।

    মুসলমানদের খাবার ও তাদের ব্যবহার্য পণ্য তৈরী শিল্প প্রসার স্বায়ত্বশাসিতঅঞ্চলের অর্থনীতি উন্নয়ন নিশ্চিত করা ও মুসলমানদের জীবনযাত্রার মানোন্নয়ন করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা । বিদেশের মুসলিম খাবার তৈরী শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং বিদেশের শিল্পপতিদের বিনিয়োগ আকর্ষণের জন্য নিন সিয়া স্বায়ত্বশাসিত অঞ্চল মুসলিম খাবার উত্সব আয়োজন করে । নিন সিয়া হুই স্বায়ত্বশাসিত অঞ্চলের সংখ্যালঘুজাতি বিষয়ক কমিটির অর্থনীতি বিভাগের কর্মকর্তা মা ফেন সিয়া বলেন , তৈরী খাবারের গুণগত মান নিশ্চিত করার জন্য অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে মাংস প্রক্রিয়াকরণের নিয়মগুলো আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ । তৈরী খাবার রপ্তানির জন্য সম্প্রতি নিনসিয়া অঞ্চল খাবারের গুণগত মান পরীক্ষা কেন্দ্র ও খাবার কোয়ারেনটাইন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । এ দুটি কেন্দ্র নিন সিয়া অঞ্চলের তৈরী খাবারের নিরাপত্তা ও পরিষ্কার- পরিছন্নতা নিশ্চিত করেছে ।

    নিনসিয়া অঞ্চলের রাজধানী ইং ছুয়ান শহর মুসলিম খাবার তৈরী শিল্পের প্রধান ঘাঁটি বলে ২০০৬ সাল থেকে টানা পাঁচ বছর ইং ছুয়ান পৌর সরকার প্রতি বছর এ খাতে ৫০ লাখ ইউয়ান বরাদ্দ দেয় । এ সব অর্থ মুসলমানদের নতুন খাবার গবেষণা , বাজার প্রসার ও কর্মী প্রশিক্ষণে ব্যবহার করা হয় ।